Cristiano Ronaldo

ইটালিতে ফিরেই দুই সপ্তাহের কোয়রান্টিনে রোনাল্ডো

ইটালিতে করোনাভাইরাস ধরা পড়ার পরই পর্তুগালে নিজের শহর মাদেইরাতে ফিরে গিয়েছিলেন রোনাল্ডো। গত দু’মাস সেখানেই ছিলেন তিনি। সেখান থেকেই প্রাইভেট জেটে সোমবার রাতের দিকে তুরিন বিমানবন্দরে পৌঁছন।

Advertisement

সংবাদ সংস্থা

তুরিন শেষ আপডেট: ০৫ মে ২০২০ ১৫:৪০
Share:

কোয়রান্টিন পর্ব কাটিয়ে জুভেন্টাসের অনুশীলনে যোগ দেবেন রোনাল্ডো। —রয়টার্স।

দু’মাস দেশে পর্তুগালে কাটিয়ে ইটালিতে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর ফিরেই দুই সপ্তাহের জন্য কোয়রান্টিনে চলে গেলেন তিনি।

Advertisement

করোনাভাইরাসের জন্য লকডাউন ছিল ইটালিতে। বিধিনিষেধ উঠতেই জুভেন্তাসের তারকা ফুটবলার ফিরলেন তুরিনে। প্রাথমিক ভাবে তাঁর ইটালিতে ফেরার কথা ছিল ১৮ মে নাগাদ। তখনই সিরি আ-র ক্লাবগুলোর অনুশীলন শুরু করার কথা ছিল। কিন্তু, ইটালির সরকার ইতিমধ্যে সিরি আ-র দলগুলোকে অনুশীলন শুরু করার অনুমতি দিয়েছে। ফলে, জুভেন্টাস তাদের বিদেশি ফুটবলারদের ফেরার নির্দেশ দেয়।

আরও পড়ুন: ‘গভীর রাতে চা বানিয়ে খাওয়াল বাসের কর্মীরা’​

Advertisement

আরও পড়ুন: জার্মানি ফুটবল লিগে করোনা আক্রান্ত ১০

ইটালিতে করোনাভাইরাস ধরা পড়ার পরই পর্তুগালে নিজের শহর মাদেইরাতে ফিরে গিয়েছিলেন রোনাল্ডো। গত দু’মাস সেখানেই ছিলেন তিনি। সেখান থেকেই প্রাইভেট জেটে সোমবার রাতের দিকে তুরিন বিমানবন্দরে পৌঁছন। ইটালিতে এখন বাইরে থেকে এলে ১৩ দিনের কোয়রান্টিনে থাকার নিয়ম রয়েছে। ফলে, রোনাল্ডো ও তাঁর পরিবারকেও তা মানতে হচ্ছে। কোয়রান্টিন পর্ব মেটার পর তিনি অনুশীলন শুরু করবেন।

এর আগে জুভেন্টাসের তিন ফুটবলার ড্যানিয়েলে রুগানি ও ব্লেইসে মাতুইদি ও পাওলো দিবালা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মাতুইদি ও রুগানি সেরে উঠেছেন। কিন্তু দিবালা এখনও লড়ছেন করোনার বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন