কুড়িতে দ্বিশতক নষ্ট করার আক্ষেপ রোহিতের

একটি চ্যানেলে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি-র সঙ্গে আলাপচারিতায় রোহিত বলেছেন, ‘‘এখন যদি ইন্ডোর ক্রিকেট খেলতে পারতাম, তা হলেও হত। কিন্তু মুম্বইয়ে সে সুযোগও নেই। সবাইকে নিজের, নিজের অ্যাপার্টমেন্টেই তাই আটকে থাকতে হচ্ছে।’’ এর পরে লি-র উদ্দেশে রোহিত বলেন, ‘‘তোমাদের মতো আমরা অত ভাগ্যবান নই। আমাদের বাড়ির পিছনে খালি জমি নেই যে সেখানে ক্রিকেট খেলব।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মে ২০২০ ০৫:২৯
Share:

হতাশ: ক্রিকেটকে ‘মিস’ করছেন রোহিত শর্মা। ফাইল চিত্র

লকডাউনের জেরে দীর্ঘদিন গৃহবন্দি হয়ে আছেন তিনি। ব্যাট-বল থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন অনেক দিন। রোহিত শর্মা এখন শুধু সে-দিনটার দিকে তাকিয়ে, যে-দিন আবার ব্যাট হাতে তুলে নিতে পারবেন। যে-দিন আবার ক্রিকেট বলে ব্যাট ছোঁয়াতে পারবেন।

Advertisement

একটি চ্যানেলে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি-র সঙ্গে আলাপচারিতায় রোহিত বলেছেন, ‘‘এখন যদি ইন্ডোর ক্রিকেট খেলতে পারতাম, তা হলেও হত। কিন্তু মুম্বইয়ে সে সুযোগও নেই। সবাইকে নিজের, নিজের অ্যাপার্টমেন্টেই তাই আটকে থাকতে হচ্ছে।’’ এর পরে লি-র উদ্দেশে রোহিত বলেন, ‘‘তোমাদের মতো আমরা অত ভাগ্যবান নই। আমাদের বাড়ির পিছনে খালি জমি নেই যে সেখানে ক্রিকেট খেলব।’’

ভারতের সাদা বলের ক্রিকেটের সহ-অধিনায়ক আরও যোগ করেন, ‘‘মুম্বইয়ের মতো জায়গায় খালি জমি-সহ বাড়ি কিনতে বিশাল অর্থ লাগে। আমি একটা আবাসনে থাকি। ভাগ্য ভাল আমার অ্যাপার্টমেন্টে একটা বারান্দা আছে। যেখানে ট্রেনারের পরামর্শ মেনে আমি কিছুটা শারীরিক কসরৎ করতে পারি।’’ রোহিত এ-ও বলছেন, ‘‘এখন যতটা পারি, করছি। আশা করব, জিমগুলো তাড়াতাড়ি খুলে যাবে আর ওখানে যেতে পারব।’’

Advertisement

তবে ক্রিকেট থেকে দূরে থাকতে থাকতে তিনি যে হাঁপিয়ে উঠেছেন, তা পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতীয় ওপেনারের কথায়। রোহিত আফসোস করছেন, ‘‘কত দিন ব্যাট দিয়ে বলগুলোকে মারিনি! তোমরা সবাই জানো, আমি বড় শট খেলতে কত ভালবাসি। কিন্তু এখানে বড় শট খেলার জায়গা কই। কবে যে আবার মাঠে গিয়ে বল মারতে পারব! আর তর সইছে না।’’

শুধু লি-র সঙ্গেই নয়, এর পরে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক তাঁর ভক্তদের সঙ্গেও কথা বলেন লাইভ চ্যাটে। যেখানে উঠে আসে তাঁর যুগ্মভাবে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির কথা। ২০১৭ সালের ডিসেম্বরে ইনদওরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত। এক ভক্ত সেই সেঞ্চুরির কথা মনে করিয়ে দেন রোহিতকে।তার পরে রোহিতর আফসোস, কেন ডাবল সেঞ্চুরি ফস্কালেন। ওই ম্যাচে কে এল রাহুলের সঙ্গে ওপেনিংয়ে ১৬৫ রান যোগ করেন রোহিত। শেষ পর্যন্ত ১৩তম ওভারে ৪৩ বলে ১১৮ রান করে আউট হন তিনি। ভক্তের উদ্দেশে রোহিত বলেন, ‘‘ওই ম্যাচে আমার সামনে একটা ভাল সুযোগ ছিল দুশো রান করার। আমি যখন আউট হই, তখনও বেশ কিছু ওভার বাকি ছিল। তবে ৩৫ বলে ১০০ রানটাও খারাপ নয়।’’ ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও অবশ্য কথা বলেছেন তিনি। রোহিত জানিয়েছেন, স্কুল জীবনে অঙ্কটা তাঁর অন্যতম প্রিয় বিষয় ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement