ইস্টবেঙ্গলে কোস্তা রিকার বিশ্বকাপার, মোহনে শুরু থেকে খেলতে চান ডিকা

ডিকার মাঠে নামা নিয়ে এ দিন কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল। তাঁর পুরনো ক্লাব মহমেডান সকালেই জানিয়ে দেয়, ডিকার কাছ থেকে তারা কিছু অর্থ পান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ০৩:৫৩
Share:

তারকা: রেনবো ম্যাচের আগে অনুশীলনে  মগ্ন মোহনবাগানের দিপান্দা ডিকা। (ডান দিকে) ইস্টবেঙ্গল মাঠে নতুন বিদেশি জনি অ্যাকোস্টা। ছবি: সুদীপ্ত ভৌমিক

চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ক্লাব ইস্টবেঙ্গলে কোস্তা রিকার বিশ্বকাপার আসার দিনেই তাদের গোলমেশিন দিপান্দা ডিকাকে সই করিয়ে নিল মোহনবাগান। মঙ্গলবার ঘরের মাঠে রেনবোর বিরুদ্ধে মাঠে নামবেন ডিকা।

Advertisement

যদিও মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী বলে দিচ্ছেন, ‘‘পুরো সময় খেলার মতো ফিট নয় ডিকা। ওকে শুরুতে না শেষে নামাব তা এখনও ঠিক করিনি।’’

গত সপ্তাহে কলকাতায় এসে জ্বর হয়েছিল ডিকার। সুস্থ হয়ে আপাতত মাঠে নামার জন্য ফুটছেন তিনি। এ দিন অনুশীলন সেরে বাড়ি যাওয়ার সময় বলে গেলেন, ‘‘শুরু থেকেই খেলতে চাই। আগের ম্যাচে হেনরি গোল করে জিতিয়েছে। মঙ্গলবার আমিও গোল করতে মুখিয়ে রয়েছি।’’

Advertisement

ডিকার মাঠে নামা নিয়ে এ দিন কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল। তাঁর পুরনো ক্লাব মহমেডান সকালেই জানিয়ে দেয়, ডিকার কাছ থেকে তারা কিছু অর্থ পান। সেই বকেয়া মেটানো না হলে, ‘নো অবজেকশন’ সার্টিফিকেট দেওয়া হবে না। বিকেলের দিকে মোহনবাগান কর্তারা বিষয়টি মিটিয়ে নিলে আইএফএ দফতরে গিয়ে সই পর্ব সেরে আসেন ডিকা।

বিপক্ষ রেনবো গত বছর কলকাতা লিগে মোহনবাগানকে রুখে দিয়েছিল। এ বার প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফকে ৩-০ হারিয়েছে তারা। তাদের তিন বিদেশি গডউইন, এরিক দানো, জোয়েল সানডে রয়েছেন। চতুর্থ বিদেশি হিসেবে সদ্য দলের সঙ্গে যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার পেন ওরজি। কোচ তড়িৎ ঘোষ বলছেন, ‘‘মোহনবাগানের বিরুদ্ধে পেনকে নাও খেলাতে পারি।’’

তা সত্ত্বেও সাবধানী মোহনবাগান কোচ বলছেন, ‘‘পেন আসায় দলটা আরও শক্তিশালী হয়েছে। লিগের অন্যতম সেরা দল। রেনবোকে হাল্কা ভাবে নেওয়ার প্রশ্ন নেই।’’ আগের ম্যাচে রাইট ব্যাক অমেয় রানাওয়াড়ে ভাল খেলতে পারেননি। তাঁর জায়গায় খেলতে পারেন অভিষেক আম্বেকর। ট্রায়ালে আসা বিদেশি বোবানকে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ক্লাব।

মঙ্গলবার কলকাতা লিগ

মোহনবাগান বনাম রেনবো (মোহনবাগান, বিকেল ৪-৩০)।
সরাসরি সম্প্রচার সাধনা নিউজ চ্যানেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement