জীবন আগে না আইপিএল? আদালতে ভর্ৎসনার মুখে বোর্ড

মহারাষ্ট্রের নানা প্রান্তে যখন তীব্র খরা আর পানীয় জলের সঙ্কট, তখন কোন আক্কেলে জলের এত অপচয় চলছে আইপিএল-এর পিচ তৈরির জন্য? বম্বে হাই কোর্টে এমনই কড়া প্রশ্ন আর ভর্ৎসনার মুখে পড়তে হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে। কড়া সমালোচনার মুখে পড়তে হল মুম্বই ক্রিকেট অ্যায়োসিয়েশন এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ১৭:৫৮
Share:

মহারাষ্ট্রের নানা প্রান্তে যখন তীব্র খরা আর পানীয় জলের সঙ্কট, তখন কোন আক্কেলে জলের এত অপচয় চলছে আইপিএল-এর পিচ তৈরির জন্য? বম্বে হাই কোর্টে এমনই কড়া প্রশ্ন আর ভর্ৎসনার মুখে পড়তে হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে। কড়া সমালোচনার মুখে পড়তে হল মুম্বই ক্রিকেট অ্যায়োসিয়েশন এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও।

Advertisement

এক স্বেচ্ছাসেবী সংস্থার করা জনস্বার্থ মামালার শুনানি ছিল আজ। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের বক্তব্য, সব থেকে ভাল হত যদি আইপিএল ম্যাচগুলি এমন কোথাও সরানো যেত যেখানে জলের সমস্যা নেই। বোর্ড এবং দুই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে রীতিমতো হুঁশিয়ারির সুরে হাইকোর্ট বলেছে, ‘‘বিসিসিআই অফিসের জলের লাইন যদি কেটে দেওয়া হত তবেই আপনারা হাড়ে হাড়ে টের পেতেন।...

কী করে এত জল নষ্ট করতে পারছেন? আপনাদের কাছে মানুষ আগে না কি আইপিএল আগে? কী করে পারছেন এমন দায়িত্বজ্ঞানহীন হতে? যে ভাবে জলের অপচয় হচ্ছে তা রীতিমতো অপরাধ। কেন না আপনারা ভালই জানেন মহারাষ্ট্রের পরিস্থিতি কী।’’

Advertisement

আরও পড়ুন-এই জটলাগুলোয় ধোনি কী বলেন জানেন?

তবে শেষ পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হবে তা রাজ্য সরকারকেই ঠিক করতে বলেছে বম্বে হাইকোর্ট। মুম্বই, পুণে এবং নাগপুরের মাঠে জলের বিপুল অপচয় আটকাতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে, তা আগামিকালের মধ্যে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। আইপিএলের ম্যাচের জন্য মহারাষ্ট্রের তিনটি স্টেডিয়ামের পিচ ঠিক রাখতে প্রায় ৬০ লক্ষ লিটার জল ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে জনস্বার্থ মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থাটি। আজ আদালতের প্রশ্নের উত্তরে মুম্বই ক্রিকেচ অ্যাসোসিয়েশনের আইনজীবী জানিয়েছেন, শুধু ওয়াংখেড়ের সাতটি ম্যাচের জন্যই খরচ হবে ৪০ লক্ষ লিটার জল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন