Kensington Oval

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ডে-নাইট টেস্ট খেলবে শ্রীলঙ্কা

ঘরের মাঠে প্রথম দিন-রাতের টেস্ট আয়োজন করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। চলতি বছরের জুন মাসে বার্বাডোজের কিঙ্গস্টোন ওভালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই দিন-রাতের টেস্টটি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪৫
Share:

ঘরের মাঠে প্রথম দিন-রাতের টেস্ট আয়োজন করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। চলতি বছরের জুন মাসে বার্বাডোজের কিঙ্গস্টোন ওভালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই দিন-রাতের টেস্টটি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। জুনের ২৩ তারিখে হবে এই টেস্টটি।

Advertisement

তবে, ঘরের মাঠে প্রথম দিন-রাতের টেস্টে অংশ নিতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের কিন্তু এমন খেলার অভিজ্ঞতা আছে। ইতিমধ্যেই দু’টি দিন-রাতের টেস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ।

অন্য দিকে দিন-রাতের টেস্ট খেলার অভিজ্ঞতা আছে শ্রীলঙ্কারও। একটি দিন-রাতের টেস্ট খেলেছেন শ্রীলঙ্কার ক্রিকেটারেরা।

Advertisement

আরও পড়ুন: বিসিসিআই-এর দেওয়া পুরস্কার মূল্যে অখুশি দ্রাবিড়

তবে, প্রথম টেস্ট হলেও সেই টেস্টে জয়ে তুলে নেয় শ্রীলঙ্কা। ২০১৭ সালের অক্টোবরে খেলা টেস্টটিতে পাকিস্তানকে হারিয়ে দেয় টিম শ্রীলঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement