BCCI's Bank Balance

আরও ধনী ভারতীয় ক্রিকেট বোর্ড! পাঁচ বছরে কোষাগারে ঢুকেছে ১৪,৬২৭ কোটি

প্রতি বছর আয় বাড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। গত পাঁচ বছরে বোর্ডের কোষাগারে ঢুকেছে ১৪,৬২৭ কোটি টাকা। বোর্ডের বার্ষিক সভার আগে এ কথা জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪০
Share:

ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতর। —ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের ধনীতম বোর্ড। সেই বোর্ড আরও ধনী হচ্ছে। আয় বাড়ছে প্রতি বছর। পাঁচ বছরে বোর্ডের কোষাগারে ঢুকেছে ১৪,৬২৭ কোটি টাকা। বোর্ডের বার্ষিক সভার আগে এ কথা জানা গিয়েছে।

Advertisement

চলতি বছর ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। তার আগে সব রাজ্য সংস্থাকে একটি বিবৃতি পাঠিয়েছে বোর্ড। সেখানে ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভার সময় বোর্ডের আয়ের যে হিসাব দেওয়া হয়েছিল তার উল্লেখ রয়েছে। ‘ক্রিকবাজ়’ এক রিপোর্টে সেই হিসাব তুলে ধরেছে।

২০২৩-২৪ আর্থিক বছরের হিসাব সেখানে রয়েছে। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, গত আর্থিক বছরের শেষে সব রাজ্য সংস্থাকে টাকা দেওয়ার পর বোর্ডের কোষাগারে রয়েছে ২০,৬৮৬ কোটি টাকা। ২০১৯ সালে রাজ্য সংস্থাগুলিকে টাকা দেওয়ার আগে বোর্ডের কোষাগারে ছিল ৬,০৫৯ কোটি টাকা। অর্থাৎ, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচ বছরে বোর্ডের আয় বেড়েছে ১৪,৬২৭ কোটি টাকা। ২০২২-২৩ আর্থিক বছরের তুলনায় ২০২৩-২৪ আর্থিক বছরে আয় বেড়েছে ৪,১৯৩ কোটি টাকা।

Advertisement

বোর্ড কত টাকা আয়কর দেয় তা-ও ওই বিবৃতিতে রয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২৩-২৪ আর্থিক বছরে আয়কর বাবদ ৩,১৫০ কোটি টাকা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কেউ যাতে বোর্ডের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে তার জন্য এই হিসাব রাজ্য সংস্থাগুলিকে জানানো হয়েছে।

বোর্ডের কোষাগার আরও বাড়তে পারত। কিন্তু গত আর্থিক বছরে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য মিডিয়া স্বত্ত্ব থেকে ৮১৩ কোটি টাকা পেয়েছে ভারতীয় বোর্ড। তার আগের আর্থিক বছরে তার পরিমাণ ছিল ২৫২৪ কোটি টাকা। সে বছর ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। কিন্তু গত আর্থিক বছরে দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ কম হওয়ায় অনেক কম আয় হয়েছে বিসিসিআইয়ের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement