MS Dhoni

MS Dhoni: জয়পুরে মাহি-ঝড়, ১৬ বছর আগের স্মৃতি ফেরাল বিসিসিআই

১০টি ছয়, ১৫টি চার মেরেছিলেন ধোনি। তাঁর সামনে মুথিয়া মুরলিধরন, চামিন্ডা ব্যাসরা সে দিন বার বার ব্যর্থ হয়েছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৬:৪০
Share:

শ্রীলঙ্কার বিরুদ্ধে ধোনি। —ফাইল চিত্র

সে এক মাহেন্দ্রক্ষণের শুরু। সাল ২০০৫। বিশ্ব ক্রিকেটে এক বছর হল এসেছেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে ধোনি-ঝড় উঠেছিল জয়পুরের মরুভূমিতে। ১৬ বছর আগে এই দিনেই ১৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ধোনি। এক দিনের ক্রিকেটে সেটাই তাঁর সর্বাধিক রানের ইনিংস। স্মৃতিচারণ করল বিসিসিআই।

২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ঝড় তুলেছিল লম্বা চুলের ধোনির ব্যাট। প্রথমে ব্যাট করে ২৯৮ রান করে শ্রীলঙ্কা। সেই রান তাড়া করতে নেমে শুরুতেই আউট হয়ে যান সচিন তেন্ডুলকর। রাহুল দ্রাবিড়ের সেই দলে তিন নম্বরে ব্যাট করতে নামেন ধোনি। ১৪৫ বলে ১৮৩ রানের ইনিংস খেলেন তিনি। একাই ভারতকে জিতিয়ে দিয়েছিলেন তরুণ উইকেটরক্ষক।

Advertisement

১০টি ছয়, ১৫টি চার মেরেছিলেন ধোনি। তাঁর সামনে মুথাইয়া মুরলীধরন, চামিন্ডা ব্যাসরা সে দিন বার বার ব্যর্থ হয়েছিলেন। ভারতের হয়ে এর পর একের পর এক ঝড় তুলেছেন ধোনি। অধিনায়ক হিসেবে ভারতকে এনে দিয়েছেন দু’টি বিশ্বকাপ। এখন মেন্টর হিসেবে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন ধোনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন