শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে শতরানের পর নাজমুল হোসেন শান্ত। ছবি: সমাজমাধ্যম।
ইঙ্গিত আগেই মিলেছিল। শেষ পর্যন্ত সেটাই হল। শ্রীলঙ্কা-বাংলাদেশ প্রথম টেস্ট ড্র হল। এই টেস্টে নজির গড়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরেও জিততে পারল না তাঁর দল। শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে অল আউট করতে পারল না বাংলাদেশ।
প্রথম ইনিংসে ১৪৮ রান করেছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন তিনি। প্রথমে শাদমান ইসলাম ও তার পর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন তিনি। প্রথম ইনিংসে শতরান করেছিলেন মুশফিকুরও। কিন্তু এই ইনিংসে ৪৯ রানে আউট হয়ে যান তিনি।
শান্ত অবশ্য এক দিকে টিকেছিলেন। তাঁকে আউট করতে পারেননি শ্রীলঙ্কার বোলারেরা। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৮৫ রান করে ডিক্লেয়ার দেয় বাংলাদেশ। শান্ত ১২৫ রানে অপরাজিত থাকেন। তিনিই বাংলাদেশের প্রথম ব্যাটার যিনি এক টেস্টের দুই ইনিংসেই শতরান করলেন। তার পরেও ম্যাচ জিততে পারলেন না।
শ্রীলঙ্কার সামনে লক্ষ্য ছিল ২৯৫ রান। দিনে ৪০ ওভারের মতো খেলা বাকি ছিল। সুতরাং, কোনও মতেই যে রান তাড়া করা যাবে না তা নিশ্চিত ছিল। তবে তার মধ্যেই শ্রীলঙ্কার চার ব্যাটার আউট হন। তাইজুল ইসলাম তিন ও নইম হাসান একটা উইকেট নেন। কিন্তু তাঁদের হাতে বেশি ওভার ছিল না। ৩২ ওভারে যখন শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৭২, তখন খেলা শেষ হয়ে যায়। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
এই ম্যাচের পর প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি একটু আগে ডিক্লেয়ার করতে পারত না? তা হলে অন্তত আরও ১০ ওভার বল করার সুযোগ পেত তারা। যে ভাবে উইকেট পড়ছিল তাতে সমস্যায় পড়তে পারত শ্রীলঙ্কা। অতিরিক্ত রক্ষণাত্মক হতে গিয়েই হয়তো জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ।