Sachin Tendulkar

Sachin Tendulkar: ৩২ বছর আগে... ষোলোর সচিনের সেই রেকর্ডের কথা মনে আছে?

১৫ নভেম্বর অভিষেক ঘটে সচিনের। পরের ম্যাচেই বিশ্ব রেকর্ড গড়েন অর্ধশতরান করে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৩:৫৭
Share:

১৫ নভেম্বর আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ঘটে সচিনের। ছবি: টুইটার থেকে

১৬ বছর বয়সেই রেকর্ড গড়া শুরু করে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর। দ্বিতীয় টেস্ট খেলতে নেমে পাকিস্তানের বিরুদ্ধে ৫৯ রান করেছিলেন তিনি। সেই সঙ্গে ৩২ বছর আগে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্টে অর্ধশতরান করার রেকর্ড গড়েন সচিন।

১৬ বছর ২১৪ দিন বয়সে অর্ধশতরান করেছিলেন সচিন। তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন, ভারতের স্কোর তখন ৪ উইকেটে ১০১। সেই সময় তিনি এবং সঞ্জয় মঞ্জরেকর পঞ্চম উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন। ভারতকে লড়াই করার মতো রানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। ১৭২ বলে ৫৯ রান করেন সচিন।

Advertisement

১৫ নভেম্বর আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ঘটে সচিনের। পরের ম্যাচেই বিশ্ব রেকর্ড গড়েন অর্ধশতরান করে। তাঁর দীর্ঘ কেরিয়ারে এর পর একের পর এক রেকর্ড গড়েছেন সচিন। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি যখন অবসর নেন সেই সময় একশো শতরানের মালিক তিনি।

২০১৯ সালে আইসিসি-র হল অব ফেমেও ঢুকে পড়েন তিনি। ষষ্ঠ ভারতীয় হিসেবে এই কৃতিত্ব গড়েন সচিন। আন্তর্জাতিক মঞ্চে ৩৪ হাজার ৩৫৭ রান করেছেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন