UP T20 League Lucknow Police

ভারতীয় ক্রিকেটে আবার ম্যাচ গড়াপেটার ছায়া, অভিযোগ করল খোদ বোর্ডই! তদন্তে লখনউ পুলিশ

উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগের অন্যতম দল ‘কাশী রুদ্র’র ম্যানেজার অর্জুন চৌহানের কাছে আসে ম্যাচ গড়াপেটার প্রস্তাব। ১ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন সন্দেহভাজন ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতীয় ক্রিকেটে আবার ম্যাচ গড়াপেটার ছায়া। বুকিদের নজর উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন বিভাগের অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। ঘটনার তদন্তে লখনউ পুলিশ।

Advertisement

উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগের অন্যতম দল ‘কাশী রুদ্র’র ম্যানেজার অর্জুন চৌহান অভিযোগ করেন, সমাজমাধ্যমে সন্দেহজনক মেসেজ পেয়েছেন তিনি। ‘ভিপস নাকরানি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে মেসেজ করে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। মেসেজ প্রেরক নিজের পরিচয় দিয়েছেন ‘বড় বুকি’ হিসাবে। ম্যাচের ফলাফল প্রভাবিত করার জন্য ১ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন তিনি। একই সঙ্গে চৌহানকে ৫০ লাখ টাকা কমিশন দেওয়ার কথাও বলেছেন।

মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে চৌহান বিষয়টি জানান বিসিসিআইয়ের দুর্নীতি দমন বিভাগকে। বোর্ড কর্তাদের অভিযোগের ভিত্তিতে গত ৩১ অগস্ট এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। চৌহান জানিয়েছেন, তাঁকে শুধু হোয়াটস অ্যাপ কল বা মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখতে বলা হয়েছে। তাঁর সুবিধা মতো ডলার বা নগদে কমিশন দেওয়া হবে। ক্রিকেটারেরা তাঁর নির্দেশ মতো খেললে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন সন্দেহভাজন ব্যক্তি।

Advertisement

জানা গিয়েছে, বিসিসিআইয়ের দুর্নীতি দমন বিভাগের পরামর্শ মতো সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে কিছু সময় পর্যন্ত যোগাযোগ রেখে চলেছেন। সেই ব্যক্তির সঙ্গে চৌহানের সব ফোন কল এবং মেসেজ রেকর্ড করা হয়েছে প্রযুক্তির সাহায্য নিয়ে। সেই নথি তদন্তকারীদের দিয়েছে বিসিসিআইয়ের সংশ্লিষ্ট আধিকারিকেরা।

লখনউ পুলিশের পক্ষে থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভারতীয় ন্যয় সংহিতা, পাবলিক জুয়া আইন এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। সমাজমাধ্যমের যে অ্যাকাউন্ট থেকে ম্যাচ গড়াপেটার অভিযোগ এসেছিল, তার সঙ্গে যোগাযোগ রয়েছে এমন সব অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ অগস্ট থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগ। প্রতিযোগিতার ফাইনাল আগামী ৬ সেপ্টেম্বর। ভুবনেশ্বর কুমার, রিঙ্কু সিংহ, ধ্রুব জুরেল, দিগ্বেশ রাঠি, মহসিন খান, শিবম মাভির মতো ক্রিকেটার খেলছেন এই প্রতিযোগিতায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement