England Cricket

ইংল্যান্ডের ক্রিকেটে আবার বিতর্ক, ‘অত‍্যন্ত পরিচিত’ ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দুই মহিলার

গত কয়েক মাস ধরে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে ইংল্যান্ডের ক্রিকেট। অগস্টে বিতর্কে জড়িয়ে পড়েন এক জন কোচ। গত নভেম্বরেও এক কোচের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৯
Share:

—প্রতীকী চিত্র।

আবার বিতর্ক ইংল্যান্ডের ক্রিকেটে। যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্ত ইংল্যান্ডের এক ক্রিকেটার। দু’জন মহিলার অভিযোগের ভিত্তিতে ৪০ বছরের ওই ব্যক্তির বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। অভিযুক্ত ক্রিকেটের সঙ্গে কী ভাবে যুক্ত, তা জানা যায়নি। তদন্তকারীরা শুধু জানিয়েছেন, অভিযুক্ত এক জন সুপরিচিত ব্যক্তি। মনে করা হচ্ছে, কোনও ক্রিকেটারের বিরুদ্ধেই এই অভিযোগ।

Advertisement

ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত ২২ মে দক্ষিণ-পশ্চিম লন্ডনের একটি পাবে দুই মহিলার যৌন হেনস্থা করেন অভিযুক্ত। দুই মহিলার পানীয় বা খাবারে মাদক জাতীয় কিছু মিশিয়ে তাঁদের অচেতন করার চেষ্টার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগে তাঁরা জানিয়েছেন, পানীয় বা খাবারে সম্ভবত কিছু মেশানো হয়েছিল। পাবে যাওয়ার খানিক ক্ষণ পর দু’জনের পেটেই যন্ত্রণা শুরু হয়। তাঁদের অভিযোগ পেয়ে গত জুন থেকে তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ।

এক বিবৃতিতে পুলিশের তরফে বলা হয়, ‘‘দুই মহিলা পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন। তার পর তাঁদের যৌন হেনস্থা করা হয়। গত ৫ জুন আমরা সন্দেহভাজন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। তাঁর বয়স ৪০-এর একটু বেশি। তদন্ত চলছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত এক জন পরিচিত ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃত এবং বিপজ্জনক ভাবে আঘাত করার অভিযোগ এনেছে পুলিশ।

Advertisement

গত কয়েক মাস ধরে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে ইংল্যান্ডের ক্রিকেট। অগস্টে বিতর্কে জড়িয়ে পড়েন এক জন কোচ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে ন’মাস ধরে দুই মহিলা সহকারীকে নাগাড়ে অশ্লীল মেসেজ পাঠিয়েছেন। তাঁর নাম প্রকাশ না করলেও দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত নভেম্বরে আর এক কোচের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল ইসিবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement