mohsin naqvi criticised

বিতর্ক আরও বাড়ালেন নকভি, রোনাল্ডোর বিশেষ উচ্ছ্বাসের ছবি পোস্ট করে কি ভারতকে খোঁচা পাক বোর্ডপ্রধানের?

বিতর্কে যোগ দিলেন দেশের বোর্ডপ্রধান মহসিন নকভিও। হ্যারিস রউফ ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’ করে বিতর্কে জড়িয়েছেন। একই কায়দায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি ছবি পোস্ট করে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছেন নকভি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫০
Share:

পাকিস্তানের বোর্ডপ্রধান মহসিন নকভি। — ফাইল চিত্র।

এত দিন পাকিস্তানের ক্রিকেটারেরা বিতর্কের কেন্দ্রে ছিলেন। এ বার তাতে যোগ দিলেন দেশের বোর্ডপ্রধান মহসিন নকভিও। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে হ্যারিস রউফ ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’ করে বিতর্কে জড়িয়েছেন। সেই একই কায়দায় করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উচ্ছ্বাসের একটি ছবি পোস্ট করে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছেন নকভি।

Advertisement

এই ক্রিকেট প্রশাসক আরও সমালোচনার মুখে পড়েছেন। কারণ তিনি শুধু পাকিস্তানের বোর্ডপ্রধানই নয়, এশিয়া কাপ যারা আয়োজন করে সেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। এ রকম পদে থেকেও তিনি কী ভাবে পোস্ট করতে পারেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে, নিজের জন্মদিনের এক দিন আগে আল নাসেরের হয়ে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। আল ওয়াসলের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে দ্বিতীয় গোল করার পর ডান হাত দিয়ে একটি বিশেষ উচ্ছ্বাস করেন রোনাল্ডো। দেখে মনে হয়েছিল, একটি বিমান উড়তে উড়তে হঠাৎই ভেঙে পড়েছে। সেই সেলিব্রেশনের অর্থ কী তা আজও বোঝা যায়নি। রোনাল্ডো নিজেও কোনও দিন খোলসা করেননি।

Advertisement

এই ছবি পোস্ট করেছেন নকভি। ছবি: সমাজমাধ্যম।

তবে নকভি কেন এই ছবি পোস্ট করেছেন তা পরিষ্কার। গত রবিবার হ্যারিস রউফ একই ভাবে ভারতীয় সমর্থকদের উদ্দেশে ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’ করেছিলেন। সেটাই আবার উস্কে দিতে চেয়েছেন নকভি।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রউফ। তাঁর পিছনে গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকেরা ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রউফের পর পর দুই বলে দুই ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। সেই কারণেই হয়তো কোহলির নাম করে রউফকে খোঁচা মারছিলেন ভারতীয় সমর্থকেরা। তখনই সমর্থকদের দিকে তাকিয়ে রউফ এমন ভাবে হাতের ইশারা করেন, যা দেখে মনে হয়, বিমান উড়তে উড়তে ভেঙে পড়েছে। বেশ কয়েক বার একই কায়দায় ইশারা করে দেখান তিনি। ভারতীয় ব্যাটার সঞ্জু স্যামসনকে আউট করে উল্লাস করার সময় আবার একই ইশারা করেন রউফ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement