Team India

ভারতীয় দলে বাংলার দুই, প্রথম একাদশে সুযোগ পাবেন কি আকাশ এবং অভিমন্যু?

ভারতীয় দলে বাংলার আকাশ এবং অভিমন্যু। ইংল্যান্ড সফরে ১৮ জনের দলে থাকলেও প্রথম একাদশে ঢুকতে পারবেন কি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৭:১৬
Share:

আকাশ দীপ এবং অভিমন্যু ঈশ্বরণ। —ফাইল চিত্র।

বাংলার দুই ক্রিকেটার ইংল্যান্ডের বিমানে উঠবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আকাশ দীপ এবং অভিমন্যু ঈশ্বরণ প্রথম একাদশে থাকবেন কি?

Advertisement

অস্ট্রেলিয়া সিরিজ়ে আকাশ খেলেছিলেন। যদিও কোচ গৌতম গম্ভীর বুঝিয়ে দিয়েছিলেন তাঁর প্রথম পছন্দ ছিলেন হর্ষিত রানা। এ বারের ইংল্যান্ড সফরে হর্ষিত নেই। ফলে আকাশ প্রথম একাদশে জায়গা করে নিতেই পারেন। ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। তাঁর সঙ্গে থাকবেন মহম্মদ সিরাজ। দুই অভিজ্ঞ পেসারের সঙ্গে তৃতীয় পেসার হওয়ার দৌড়ে রয়েছেন তিন জন। আকাশের সঙ্গে লড়াইয়ে প্রসিদ্ধ কৃষ্ণ এবং অর্শদীপ সিংহ। এই তিন জনের মধ্যে অভিজ্ঞতায় এগিয়ে প্রসিদ্ধ। ফলে ইংল্যান্ডের মাটিতে আকাশের শুরু থেকেই জায়গা পাওয়াটা খুব সহজ হবে না। তবে বুমরাহ সব ম্যাচ খেলবেন না বলে জানিয়েছেন। ফলে পাঁচ ম্যাচের সিরিজ়ের একটিতেও জায়গা হবে না, এমন নয়।

ভারতের হয়ে ২৮ বছরের আকাশ সাতটি টেস্টে ১৫টি উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮ ম্যাচে ১২৮টি উইকেট নিয়েছেন তিনি। বাংলার পেসার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত। একের পর এক ম্যাচ জিতিয়েছেন। তাঁর বলে গতি রয়েছে। সঙ্গে সুইংও রয়েছে। যা ভারতীয় ক্রিকেটে প্রথম ১৮ জনের মধ্যে তাঁর জায়গা করে দিয়েছে।

Advertisement

অন্য দিকে, অভিমন্যু বার বার ভারতীয় দলে জায়গা পেলেও প্রথম একাদশে জায়গা করতে পারেননি। প্রথম বার ডাক পেয়েছিলেন বাংলাদেশ সফরে। রোহিত শর্মার আঙুলে চোট লাগায় দলে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু খেলানো হয়নি তাঁকে। অস্ট্রেলিয়া সফরেও রোহিত প্রথম ম্যাচে খেলবেন না বলে জানিয়েছিলেন। সেই সময় দলে নেওয়া হয়েছিল অভিমন্যুকে। তাঁর সুযোগ পাওয়া এক প্রকার নিশ্চিত ভাবা হয়েছিল। কিন্তু ম্যাচের দিন দেখা যায় প্রথম একাদশে নেই ওপেনার অভিমন্যু। সেই জায়গায় লোকেশ রাহুলকে ওপেন করতে পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্টে তিন নম্বরে জায়গা পেয়ে যান দেবদত্ত পাড়িক্কল। সাজঘরে বসে থাকেন অভিমন্যু। সে বার ভারত এ দলের হয়ে রান করতে না পারাই কাল হয়েছিল তাঁর। এ বারেও ইংল্যান্ডে গিয়েছেন ভারত এ দলের অধিনায়ক হিসাবে। সেই দলের হয়ে নিয়মিত রান করতে পারলে ভারতীয় দলেও প্রথম একাদশে জায়গা খুলতে পারে। তবে যশস্বী জয়সওয়াল এবং রাহুল দলে রয়েছেন। তাঁরাই হয়তো ওপেন করবেন। দলে রয়েছেন সাই সুদর্শনও। ফলে এ বারেও অভিমন্যুর জায়গা পাওয়া সহজ হবে না।

আকাশ এখন আইপিএল খেলতে ব্যস্ত। লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন। প্রথম দিকে চোটের কারণে খেলতে পারেননি। প্রথম একাদশে ফিরলেও সাদা বলের ক্রিকেটে সব ম্যাচে সুযোগ পাচ্ছেন না। অভিমন্যু আইপিএলে ডাক পাননি। তিনি নিজেকে তৈরি রাখছিলেন ইংল্যান্ড সফরের জন্য। তাই ইংল্যান্ডে গিয়ে ভারত এ দলের হয়ে রান পেলে মূল দলে ঢোকার দাবি জানিয়ে রাখতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement