Akash Deep new car

নতুন গাড়ি কেনার তিন দিনের মধ্যে বিপদে আকাশদীপ, চিঠি পেলেন সরকারের, নিয়ম না মানলে বাজেয়াপ্ত হবে গাড়ি

মাত্র তিন দিন আগে নতুন গাড়ি কিনেছেন আকাশদীপ। সোমবার হঠাৎই বিপদে পড়েছেন ভারতীয় পেসার। তাঁকে সরকারের তরফে নোটিস পাঠানো হয়েছে। কিছু শর্তপূরণ করার আগে গাড়ি নিয়ে রাস্তায় আর বেরোতে পারবেন না আকাশদীপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ২২:৪০
Share:

দিদি এবং বোনেদের নিয়ে নতুন গাড়ির সামনে আকাশদীপ। ছবি: সমাজমাধ্যম।

মাত্র তিন দিন আগে নতুন গাড়ি কিনেছেন আকাশদীপ। দিদি এবং বোনেদের নিয়ে ছবিও পোস্ট করেছেন। সোমবার হঠাৎই বিপদে পড়েছেন ভারতীয় পেসার। তাঁকে সরকারের তরফে নোটিস পাঠানো হয়েছে। কিছু শর্তপূরণ করার আগে গাড়ি নিয়ে রাস্তায় আর বেরোতে পারবেন না আকাশদীপ। এর অন্যথা হলে গাড়ি বাজেয়াপ্ত করা হবে।

Advertisement

আকাশদীপ যে দোকান থেকে গাড়ি কিনেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী এক মাস কোনও গাড়ি বিক্রি করতে পারবে না তারা। জানা গিয়েছে, আকাশদীপের গাড়ির রেজিস্ট্রেশনই হয়নি এখনও। পাশাপাশি তাঁর গাড়িতে ‘হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট’ (এইচএসআরপি) লাগানোর কথা। সেটাও হয়নি। ১৪ দিনের মধ্যে ওই সংস্থাকে জবাব দিতে বলা হয়েছে।

শুধু তা-ই নয়, গাড়ির পথকরও বকেয়া বলে জানিয়েছে বিহার সরকার। রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি রাস্তায় নামানো যায় না। তবে আকাশদীপ সেই গাড়ি ব্যবহার করছেন বলে জানা গিয়েছে। রেজিস্ট্রেশন এবং আনুষঙ্গিক কাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁকে গাড়ি নিয়ে বেরোতে বারণ করা হয়েছে। না শুনলে সরকার গাড়ি বাজেয়াপ্ত করতে পারে।

Advertisement

ইংল্যান্ড থেকে ফেরার পরেই নতুন গাড়ি কিনেছেন আকাশদীপ। তাঁকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ঋষভ পন্থ, সূর্যকুমার যাদবেরা। জানা গিয়েছে, আকাশদীপের গাড়ির বাজারমূল্য ৬২ লক্ষ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement