IPL 2025

আইপিএল শুরুর এক সপ্তাহ আগে স্বস্তি হায়দরাবাদ শিবিরে, পেশির চোট সারিয়ে ফিট অলরাউন্ডার

গত ২২ জানুয়ারি ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি। তার পর থেকে তিনি ছিলেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৫:৪১
Share:

(বাঁ দিকে) সানরাইজার্স হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টরি এবং অধিনায়ক প্যাট কামিন্স (ডান দিকে)। —ফাইল চিত্র।

আইপিএল শুরুর এক সপ্তাহ আগে সুখবর সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। মাঠে নামার জন্য প্রস্তুত অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। চোটের জন্য গত জানুয়ারির শেষ দিক থেকে মাঠের বাইরে থাকা নীতীশকে হায়দরাবাদের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়া অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

Advertisement

চোট সারিয়ে ফিট হওয়ার জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) ছিলেন নীতীশ। এনসিএর চিকিৎসক, ট্রেনারদের পরামর্শ মেনে তরুণ অলরাউন্ডার এখন ফিট। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ইয়ো ইয়ো-সহ ফিটনেস সংক্রান্ত নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। তাই তাঁর মাঠে নামতে আর কোনও বাধা নেই। এনসিএর সবুজ সঙ্কেত পেয়েছেন তিনি। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে পেশিতে চোট পেয়েছিলেন।

গত বছর আইপিএলে হায়দরাবাদের হয়ে ১৩টি ম্যাচে ৩০৩ রান করেছিলেন নীতীশ। তাঁর স্ট্রাইট রেট ছিল ১৪৩। আইপিএলের গত নিলামের আগে তাঁকে ৬ কোটি টাকা দিয়ে ধরে রেখেছিলেন হায়দরাবাদ কর্তৃপক্ষ। প্রতিযোগিতা শুরুর আগে ২১ বছরের ক্রিকেটার ফিট হয়ে যাওয়ায় স্বস্তি পাবেন প্যাট কামিন্সেরা। দু’এক দিনের মধ্যেই দলের শিবিরে যোগ দেওয়ার কথা তাঁর।

Advertisement

গত বর্ডার-গাওস্কর ট্রফিতেও ব্যাট হাতে নজর কেড়েছিলেন নীতীশ। মেলবোর্নে চতুর্থ টেস্টে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার। জোরে বোলার হিসাবেও কার্যকর ভূমিকা নিতে পারেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement