T20 International

০ রানে শেষ সুপার ওভারের ইনিংস! টি-টোয়েন্টি আন্তর্জাতিকে নজির

সুপার ওভারে শূন্য রানে ইনিংস শেষ। মালয়েশিয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ়ে এই ঘটনা ঘটেছে। হংকংয়ের বিরুদ্ধে সুপার ওভারে বাহরিনের ইনিংস শেষ হয়ে যায় শূন্য রানে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১২:১৪
Share:

ক্রিকেট ম্যাচে সুপার ওভারের সময়। —ফাইল চিত্র

সুপার ওভারে শূন্য রানে ইনিংস শেষ। মালয়েশিয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ়ে এই ঘটনা ঘটেছে। হংকংয়ের বিরুদ্ধে সুপার ওভারে বাহরিনের ইনিংস শেষ হয়ে যায় শূন্য রানে।

Advertisement

টস জিতে প্রথমে ব্যাট করে হংকং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান তোলে। রান তাড়া করতে নেমে বাহরিনও ২০ ওভারে ১২৯ রান তোলে। নিয়ম অনুযায়ী এর পর সুপার ওভার হয়। সেখানে দ্বিতীয় বলে বাহরিনের আহমের বিন নাসির আউট হন। তিনি কোনও রান করতে পারেননি। দলের রানও তখন শূন্য। পরের বলেই আউট হন সোহেল আহমেদ। শূন্য রানে দু’উইকেট পড়ে যায় বাহরিনের। আইসিসি-র টি-টোয়েন্টি ক্রিকেটের ‘সুপার ওভার প্রসিডিয়োর’ নিয়মের দু’নম্বর ধারা অনুযায়ী, দু’উইকেট পড়ে গেলে সেখানেই ব্যাটিং দলের ইনিংস শেষ হয়ে যায়। ফলে শূন্য রানে দু’উইকেট পড়ে যাওয়ার পর বাহরিনের ইনিংস সেখানেই শেষ হয়ে যায়। হংকঙের বাবর হায়াত তাঁদের সুপার ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে দলকে জেতান।

২০ ওভারের ইনিংসে শাহিদ ওয়াসিফের ৩১ রানের সুবাদে হংকং ১২৯ রান তোলে। বাহরিনের রিজ়ওয়ান বাট ২ উইকেট নেন। রান তাড়া করতে নেমে বাহরিনের ফিয়াজ় আহমেদ ও প্রশান্ত কুরুপ শুরুটা ভাল করেন। কিন্তু ১৫ ওভারের মধ্যে বাহরিনের ৬৭ রানে ৫ উইকেট পড়ে যায়। তাদের জেতার জন্য শেষ ওভারে ১৩ রান দরকার ছিল। প্রথম চার বলে ৬ রান ওঠে। পঞ্চম বলে ছক্কা মারেন নাসির। শেষ বলে ১ রান দরকার ছিল। কিন্তু নাসির কট বিহাইন্ড হন। সুপার ওভারে যায় ম্যাচ। জিতে যায় হংকং।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement