India vs South Africa 2025

কোহলির শতরানের পর কী বলেছিলেন উত্তেজিত রোহিত? ফাঁস করে দিলেন অর্শদীপ

বিরাট কোহলি শতরান করার সময় সাজঘরে রোহিত শর্মার একদম পাশেই ছিলেন অর্শদীপ সিংহ। সে সময় উত্তেজিত প্রাক্তন অধিনায়ক কী বলেছিলেন, তা ফাঁস করে দিয়েছেন জোরে বোলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ২১:৪৮
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে বিরাট কোহলি শতরান করার পর রোহিত শর্মা উত্তেজিত হয়ে পড়েছিলেন। টেলিভিশনের পর্দায় দেখা যায় রোহিত হাততালি দিচ্ছেন উত্তেজিত ভাবে। আগ্রাসী ভাবে কিছু বলেনও। তা থেকেই জল্পনা তৈরি হয়। ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করেছিলেন, রোহিত হয়তো কুকথা বলেছেন উত্তেজিত হয়ে। সে সময় ঠিক কী বলেছিলেন উত্তেজিত রোহিত? ফাঁস করে দিয়েছেন অর্শদীপ সিংহ।

Advertisement

সমাজমাধ্যমে ভারতীয় দলের জোরে বোলার বলেছেন, ‘‘রোহিত ভাই কী বলেছিলেন, সেটা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন। সত্যি বলছি, রোহিত ভাই কী বলেছিলেন। উনি বলেছিলেন, ‘নীল পরি, লাল পরি। ঘরেতে বন্ধ, আমার নাদিয়া পছন্দ।’’’ বলে নিজেই হেসে ফেলেছেন অর্শদীপ।

জোরে বোলারের কথা শুনে বোঝা গিয়েছে, রোহিত মোটেও ছোটদের ছড়া বলেননি সে সময়। ভিডিয়োয় তাঁর অভিব্যক্তি দেখে অনেকেই আন্দাজ করতে পারছেন আসলে কী বলেছিলেন রোহিত। ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে। সাজঘরে রোহিতের একদম পাশেই ছিলেন অর্শদীপ। ফলে তিনিই সবচেয়ে ভাল জানেন প্রাক্তন অধিনায়ক কোহলির শতরানের পর কী বলেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement