U19 Asia Cup

ব্যাটে-বলে নায়ক আর্শিন, আফগানিস্তানকে হারিয়ে ছোটদের এশিয়া কাপ শুরু ভারতের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয় দিয়ে শুরু করল ভারত। শুক্রবার দুবাইয়ে আফগানিস্তাকে তারা হারিয়ে দিল ৭ উইকেটে। ব্যাটে এবং বলে অলরাউন্ড পারফরম্যান্স আর্শিন কুলকার্নির।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৩ ২০:৩৫
Share:

ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: টুইটার।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয় দিয়ে শুরু করল ভারত। শুক্রবার দুবাইয়ে আফগানিস্তানকে তারা হারিয়ে দিল ৭ উইকেটে। জিতেছে পাকিস্তানও। তারা নেপালকে ৭ উইকেটেই হারিয়েছে। ব্যাটে এবং বলে অলরাউন্ড পারফরম্যান্স ভারতের আর্শিন কুলকার্নির।

Advertisement

ভারতের অধিনায়ক উদয় সাহারান টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত দিনের শেষে কাজেও লাগে। কারণ আফগানিস্তানের ব্যাটারেরা ক্রিজে টিকে থাকলেও রান করতে পারছিলেন না। রানের গতি খুবই মন্থর ছিল। নিয়মিত ব্যবধানে উইকেটও পেতে থাকেন ভারতীয় বোলারেরা। আর্শিন ৮ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন। রাজ লিম্বানি ১০ ওভারে ৪৬ রানে ৩ উইকেট নেন। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান ওপেনার জামশিদ জ়াদরানের (৪৩)। ৫০ ওভারে ১৭৩ রানেই থেমে যায় আফগানিস্তানের ইনিংস।

জবাবে ভারত শুরুতেই হারায় ওপেনার আদর্শ সিংহকে। ১৪ রানে আউট হন তিনি। এর পর রুদ্র পটেলও (৫) ফিরে যান। তবে লম্বা ইনিংস গড়ে ভারতকে জিতিয়ে দেন আর্শিন (অপরাজিত ৭০) এবং মুশির খান (অপরাজিত ৪৮)। চতুর্থ উইকেটে দু’জনের ৯৮ রানের জুটি ভারতকে জিতিয়ে দেয়।

Advertisement

এ দিকে, আগে ব্যাট করতে পাঠিয়ে নেপালকে ১৫২ রানে অলআউট করে দেয় পাকিস্তান। উত্তম মাগার (৫১) বাদে কেউ ভাল রান পাননি। জবাবে আজান আওয়াইস (৫৬) এবং অধিনায়ক সাদ বেগের (৫০) দাপটে জিতে যায় পাকিস্তান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন