দুবাইয়ের এই পিচেই হবে ভারত-পাকিস্তান ফাইনাল। ছবি: সমাজমাধ্যম।
এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। চলতি প্রতিযোগিতায় তৃতীয় বার মুখোমুখি হচ্ছে দুই দল। সেই ম্যাচে দুবাইয়ের পিচ কেমন হবে? কারা সুবিধা পাবেন? খেলা শুরুর আগে তা জানা গেল।
জানা গিয়েছে, সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ যে পিচে হয়েছিল, সেই পিচেই হবে ফাইনাল। অর্থাৎ, একেবারে তাজা উইকেট পাচ্ছেন না ক্রিকেটারেরা। দু’দলের ক্রিকেটারেরাই এই পিচে আগে খেলেছেন। তাঁরা জানেন, পিচ কেমন।
সুপার ফোরের ম্যাচে দেখা গিয়েছিল, পিচ ব্যাটারদের পক্ষে সহায়ক। পিচে পড়ে বল ব্যাটে ভাল আসছিল। শট খেলতে সুবিধা হচ্ছিল। ফাইনালেও সেই পিচেই খেলা হলে ব্যাটারেরা বেশি সুবিধা পেতে পারেন। বোলারদের উইকেট তুলতে সমস্যা হতে পারে।
আগের ম্যাচে এই পিচে আগে ব্যাট করে ১৭১ রান করেছিল পাকিস্তান। কিন্তু সেই রান তাড়া করতে খুব একটা সমস্যা হয়নি ভারতের। অভিষেক শর্মা ও শুভমন গিলের জুটি দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। সেই পিচেই আরও এক বার নামার আগে অভিষেকদের মুখে হাসি ফুটবে।
তবে ফাইনালের চাপ আলাদা। আগের দিন যে ভাবে দুই দল খেলেছিল, ফাইনালেও যে সে ভাবে খেলা হবে তার কোনও নিশ্চয়তা নেই। ফাইনালে যে দল চাপ সামলাতে পারবে সেই দলের জেতার সম্ভাবনা বেশি। এখন দেখার, রবিবার দুবাইয়ের পিচ কোন দল ভাল ভাবে ব্যবহার করতে পারে।