ICC Champions Trophy 2025

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী, কার হাতে রয়েছে রোহিতদের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য?

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বোলিং আক্রমণের প্রধান মুখ মহম্মদ শামি। তবে চোট সারিয়ে দীর্ঘ দিন পর ভারতীয় দলে ফেরা শামিকে এখনও চেনা ফর্মে দেখা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৮
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) যতগুলি প্রতিযোগিতায় মহম্মদ শামি খেলেছেন, তার একটিও জিততে পারেনি ভারত। সেই শামির ভাগ্যই এ বার সহায় হতে পারে রোহিত শর্মাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে ভারত। এমনই ভবিষ্যদ্বাণী করেছেন এক জ্যোতিষী।

Advertisement

চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন জশপ্রীত বুমরাহ। প্রতিযোগিতায় ভারতের বোলিং আক্রমণের প্রধান মুখ এ বার শামি। চোট সারিয়ে এক বছরের বেশি সময় পর ভারতীয় দলে ফেরা শামিকে এখনও চেনা ফর্মে দেখা যায়নি। বাংলার জোরে বোলারের ফিটনেসের সমস্যা না থাকলেও ফর্ম নিয়ে সংশয় তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের। তবে গ্রিনস্টোন লোবো নামে এক জ্যোতিষীর দাবি, এ বার শামির ভাগ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে ভারতীয় দল।

লোবো বলেছেন,‘‘শামির রাশিফলে একটা দুর্দান্ত উত্থান দেখা যাচ্ছে। শামির জন্ম ১৯৯০ সালে। তখন প্লুটো নিজের ঘরে ছিল। প্লুটো ভীষণ শক্তিশালী গ্রহ। যে কোনও মানুষকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে। শামির নেপচুন গ্রহও বেশ শক্তিশালী। এই গ্রহের প্রভাবে ওর সব শত্রুরা ধ্বংস হয়ে যায়। ওর শুক্র এবং মঙ্গলের যোগও দারুণ। সব মিলিয়ে শামির রাশিফল খুবই ভাল।’’ লোবো আরও বলেছেন, ‘‘ওয়াসিম আক্রম, জাহির খান, জসপ্রীত বুমরাহর মতো সেরা জোরে বোলারদেরও শুক্র এবং মঙ্গলের সংযোগ ভাল। বাউন্স এবং রিভার্স সুইং কার্যকর করতে সাহায্য করে শুক্র। মঙ্গলের অবস্থানের উপর নির্ভর করে পরিশ্রম করার ক্ষমতা। তাই এই দুই গ্রহের সংযোগ ভাল হলে বিপক্ষকে ধ্বংস করে দেওয়া যায়। শামির সেই শক্তি রয়েছে।’’

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ফল কেমন হবে? লোবো বলেছেন, ‘‘ভারতীয় দলের সাফল্য অনেকটাই নির্ভর করছে শামির উপর। ভারতকে চ্যাম্পিয়ন হতে হলে শামিকে জ্বলে উঠতে হবে। ওর রাশিফল বলছে, বড় প্রতিযোগিতায় জয়ের অংশ হবে। শামিকে ছাড়া ভারতের ফল ভাল হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে না। শামিকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে না ভারত।’’

বুমরাহের অনুপস্থিতিতে দুবাইয়ে শামিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এ নিয়ে দ্বিমত নেই ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে। এ বার জ্যোতিষীও জানিয়ে দিলেন, শামি যত ভাল পারফর্ম করবেন, ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement