স্টিভ স্মিথ। প্রথম টেস্টে অধিনায়কত্ব করবেন তিনি। —ফাইল চিত্র।
দল নির্বাচনে চমক দিল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ‘অ্যাশেজ়’ সিরিজ়ের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে তারা। প্যাট কামিন্স না খেলায় নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। দ্বিতীয় টেস্টে কামিন্সের ফেরার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার দলে চমক ওপেনার জেক ওয়েদারল্যান্ডের। পার্থে প্রথম টেস্টে অভিষেক হতে পারে তাঁর।
অস্ট্রেলিয়ার দল থেকে বাদ পড়েছেন ওপেনার স্যাম কনস্টাস। ভারতের বিরুদ্ধে বর্ডার-গাওস্কর সিরিজ়ে নজর কেড়েছিলেন তিনি। যদিও তার পর আর রান পাননি। তাই তাঁকে জায়গা হারাতে হয়েছে। কনস্টাসের বদলে উসমান খোয়াজার সঙ্গে ওপেন করতে পারেন ওয়েদারল্যান্ড।
চলতি বছরের শুরুতে অবসর নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তার পর থেকে খোয়াজার সঙ্গে পাঁচ ক্রিকেটারকে ওপেন করিয়েছে অস্ট্রেলিয়া। তালিকায় কনস্টাস ছাড়া রয়েছেন স্মিথ, নেথান ম্যাকসুইনি, ট্রেভিস হেড ও মার্নাশ লাবুশেন। কিন্তু কোনও জুটি সফল হয়নি। ফলে অ্যাশেজ়ে আরও এক নতুন ওপেনিং জুটি দেখা যেতে পারে।
দলে ফিরেছেন অভিজ্ঞ লাবুশেন। তাঁকে তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে। চার নম্বরে স্মিথ। পাঁচ নম্বরে হেড। ছ’নম্বরে ব্যাট করবেন ক্যামেরন গ্রিন। তিনি চোট সারিয়ে ফিরেছেন। তবে হয়তো শুধু ব্যাটার হিসাবে খেলাতে হবে তাঁকে। অস্ত্রোপচারের পর থেকে আর বল বেশি করছেন না তিনি।
না খেললেও দলের সঙ্গে থাকবেন কামিন্স। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। কামিন্স না থাকায় অস্ট্রেলিয়ার পেস আক্রমণে জশ হেজ়লউড ও মিচেল স্টার্কের সঙ্গে দেখা যাবে স্কট বোল্যান্ডকে। স্পিন আক্রমণ সামলাবেন নেথান লায়ন। উইকেটের পিছনে দেখা যাবে অভিজ্ঞ অ্যালেক্স ক্যারেকে।
২১ নভেম্বর থেকে পার্থে শুরু প্রথম টেস্ট। পরের চারটি টেস্ট হবে ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে। ২০২৩ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-২ ড্র করেছিল ইংল্যান্ড। কিন্তু ২০১০-১১ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ় জিততে পারেনি তারা। ফলে কঠিন পরীক্ষা বেন স্টোকসদের সামনে।
অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের দল— স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খোয়াজা, জেক ওয়েদারল্যান্ড, মার্নাশ লাবুশেন, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারে, মিচেল স্টার্ক, জশ হেজ়লউড, নেথান লায়ন, স্কট বোল্যান্ড, বিউ ওয়েবস্টার, জশ ইংলিশ, শন অ্যাবট ও ব্রেন্ডন ডগেট।