WTC 2023-25

ভারতকে হারিয়ে কি টেস্ট বিশ্বকাপও জিতে গেল অস্ট্রেলিয়া? ট্রফি নিয়ে উল্লাস কামিন্সদের

ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ফাইনালে উঠেই টেস্ট বিশ্বকাপ ট্রফি হাতে উল্লাস করতে দেখা গেল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৬:১৯
Share:

অ্যাশেজ়ের পাশাপাশি টেস্ট বিশ্বকাপ ট্রফি হাতেও অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। ছবি: সমাজমাধ্যম।

পর পর দু’বার টেস্টে বিশ্বসেরা হওয়ার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার। ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে তারা। ফাইনালে উঠেই টেস্ট বিশ্বকাপ ট্রফি হাতে উল্লাস করতে দেখা গেল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। তবে কি ইতিমধ্যেই বিশ্বকাপ জিতে গিয়েছে তারা?

Advertisement

না, গত বার ভারতকে হারিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই ট্রফিই দেখা গিয়েছে ক্রিকেটারদের হাতে। ২০২৩ সালে হয়েছিল সেই খেলা। সেই বছরই ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ়ও জেতে অস্ট্রেলিয়া। সব শেষে এসেছে বর্ডার-গাওস্কর ট্রফি। ১০ বছর পরে আবার এই ট্রফি অস্ট্রেলিয়ার সাজঘরে। তাই একসঙ্গে তিনটি ট্রফি নিয়ে উল্লাস করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা।

সিডনিতে জেতার পর অস্ট্রেলিয়ার সাজঘরের কয়েকটি ছবি সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বর্ডার-গাওস্কর ট্রফির পাশাপাশি আরও দু’টি ট্রফি শোভা পাচ্ছে অসি ক্রিকেটারদের হাতে। আসলে ২০২৩-২৪ মরসুমে টেস্টে যে তিনটি ট্রফি অস্ট্রেলিয়া জিতেছে সেই তিনটি ট্রফি নিয়ে উল্লাস করেছেন প্যাট কামিন্সেরা। টেস্টে নিজেদের দাপট তুলে ধরতেই এই কাজ করেছেন তাঁরা।

Advertisement

২০২৩-২৪ মরসুমে টেস্টে অস্ট্রেলিয়া প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজ় জিতেছে। ভারতকে হারানোর পর সেই সাফল্যের কথা শোনা গিয়েছে কামিন্সের মুখে। তিনি বলেন, “আধ ঘণ্টা আগেই বুঝতে পারলাম যে সবগুলো সিরিজ় জিতেছি। এটা বড় সাফল্য। কারণ, ১১ জনের পক্ষে সব জেতা সম্ভব নয়। তার জন্য দরকার সকলের সাহায্য। সেটা আমরা পেয়েছি। আমাদের দলের প্রত্যেকে দুর্দান্ত ক্রিকেটার। কোচ ও সাপোর্ট স্টাফেরা সবসময় সাহায্য করে।”

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতির জন্য আরও একটি সিরিজ় হাতে পাবে অস্ট্রেলিয়া। চলতি মাসেই শ্রীলঙ্কার মাটিতে দু’টেস্টের সিরিজ় খেলবে তারা। তবে সেই সিরিজ়ে থাকবেন না কামিন্স। কয়েক দিন আগে তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। সম্প্রতি তাঁর মাতৃবিয়োগও হয়েছে। তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement