Women's ODI World Cup 2025

হিলির শতরানে ১০ উইকেটে জয় অস্ট্রেলিয়ার, বিশ্বকাপের সেমিফাইনালে অসিরা, বিদায়ের মুখে বাংলাদেশ

বাংলাদেশকে দাঁড়াতে দিল না অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছিল বাংলাদেশ। মাত্র ২৪.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে রান তাড়া করে নিল অস্ট্রেলিয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ২০:৪৩
Share:

বাংলাদেশের বিরুদ্ধে শতরানের পথে অ্যালিসা হিলি। বৃহস্পতিবার, বিশাখাপত্তনমে। ছবি: পিটিআই।

পর পর দু’ম্যাচে শতরান করলেন অ্যালিসা হিলি। আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধেও শতরান করলেন তিনি। চলতি মহিলাদের এক দিনের বিশ্বকাপে সবচেয়ে বড় জয় পেল অস্ট্রেলিয়া। বাংলাদেশকে দাঁড়াতে দিল না তারা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছিল বাংলাদেশ। মাত্র ২৪.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে রান তাড়া করে নিল অস্ট্রেলিয়া। হিলি ১১৩ ও ফোবে লিচফিল্ট ৮৪ রানে অপরাজিত থাকলেন।

Advertisement

এই জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৯। চার নম্বরে থাকা ভারত ও পাঁচ নম্বরে থাকা নিউ জ়িল্যান্ডের ৯ পয়েন্টে পৌঁছোনোর সুযোগ রয়েছে। কিন্তু তাদের নিজেদের মধ্যে ম্যাচ রয়েছে। তাই অস্ট্রেলিয়ার শেষ চার পাকা। অন্য দিকে এ বারের মতো বাংলাদেশের বিশ্বকাপ প্রায় শেষ। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ২। খাতায়-কলমে এখনও বাংলাদেশ বিদায় না নিলেও এই পরিস্থিতি থেকে তাদের প্রথম চারে শেষ করা প্রায় অসম্ভব।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনার রুবিয়া হায়দার (৪৪) ও মিডল অর্ডারে শোভানা মোস্তারি (৬৬) ছাড়া কেউ রান পাননি। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার ফিল্ডিং বাংলাদেশকে ২০০ রানের কাছে পৌঁছোতে সাহায্য করে। ম্যাচে মোট ছ’টি ক্যাচ ছাড়েন হিলিরা। তার মধ্যে চারটি হাতের ক্যাচ। ১৬৫ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। শেষ উইকেটে ৩৩ রান যোগ করেন শোভানারা। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলানা কিং ও জর্জিয়া ওয়্যারহাম ২ করে উইকেট নেন। একটি উইকেট নেন মেগান শুট।

Advertisement

এ বারের বিশ্বকাপে বাংলাদেশের বোলিং নজর কেড়েছে। কিন্তু এই ম্যাচে পুরো বোলিং আক্রমণ ব্যর্থ। অস্ট্রেলিয়ার একটি উইকেটও তুলতে পারেনি তারা। হিলি ও লিচফিল্ড প্রথম বল থেকে হাত খোলেন। আর থামেননি তাঁরা। কে আগে শতরান করবেন তার প্রতিযোগিতা চলছিল। শেষ পর্যন্ত অধিনায়ক হিলি শতরান করেন। বিশ্বকাপে ফর্মে রয়েছেন তিনি। ২৫ ওভারের আগেই খেলা শেষ করে দেন দুই ব্যাটার। দলকে সেমিফাইনালে তুলে মাঠ ছাড়েন অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement