Australia vs Pakistan

অদ্ভুত কারণে বন্ধ থাকল অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের তৃতীয় দিনের খেলা, কী ঘটল মেলবোর্নে?

ক্রিকেট ম্যাচ থেমে যাওয়ার নেপথ্যে অনেক কারণ দেখা গিয়েছে। কখনও বৃষ্টি, কখনও খারাপ আলো, কখনও স্যাঁতসেঁতে পিচ। তবে বৃহস্পতিবার যে কারণে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের তৃতীয় দিনের খেলা বন্ধ থাকল, তা নিঃসন্দেহে অভূতপূর্ব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ১০:২৯
Share:

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচের একটি মুহূর্ত। ছবি: এক্স।

কোনও ক্রিকেট ম্যাচ চলতে চলতে থেমে যাওয়ার নেপথ্যে অনেক কারণ দেখা গিয়েছে। কখনও বৃষ্টি, কখনও খারাপ আলো, কখনও স্যাঁতসেঁতে পিচে খেলা থেমেছে। তবে বৃহস্পতিবার যে কারণে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের তৃতীয় দিনের খেলা বন্ধ থাকল, তা নিঃসন্দেহে অভূতপূর্ব। স্টেডিয়ামের লিফ্‌টে আম্পায়ার আটকে থাকার কারণে বেশ কিছু ক্ষণ বন্ধ রাখতে হল ম্যাচ। ঘটনা দেখে হাসি চাপতে পারেননি অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।

Advertisement

এ দিন মধ্যাহ্নভোজের বিরতির পর ঘটনাটি ঘটেছে। তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ নিজের আসনে ফিরছিলেন। কিন্তু মেলবোর্নের মাঠের লিফ্‌টে তিনি আটকে পড়েন। সম্প্রচারকারী চ্যানেলের তরফে ইলিংওয়ার্থের ফাঁকা আসন দেখানো হতে থাকে। মাঠে সব ক্রিকেটারেরা নেমে পড়েছিলেন। তা-ও খেলা শুরু হচ্ছিল না। মাঠে হাজির দর্শকেরা আসল কারণ বুঝতে পারছিলেন না।

কিন্তু ধারাভাষ্যকারদের দৌলতে আসল কারণ প্রকাশ্যে আসে। তাঁরা জানান, লিফ্‌টে আটকে পড়েছেন ইলিংওয়ার্থ। মাঠে থাকা এক আধিকারিককে দেখা যায় দৌড়ে গিয়ে ইলিংওয়ার্থকে সাহায্য করতে। দুই অন-ফিল্ড আম্পায়ার মাইকেল গফ এবং জোয়েল উইলসন ক্রিকেটারদের আসল ঘটনার ব্যাপারে জানান। প্রায় দশ মিনিটের কাছাকাছি ম্যাচ বন্ধ থাকে।

Advertisement

ধারাভাষ্যকার মাইকেল ভন বলেন, “অদ্ভুত কারণে খেলা বন্ধ হওয়ার ব্যাপারে ক্রিকেট বরাবর প্রথম স্থানেই থাকবে।” সহ-ধারাভাষ্যকার ওয়াসিম আক্রমও তাতে সম্মতি দেন। জানান, এই ঘটনা অতীতে কোনও দিন তিনি দেখেননি। এর পরেই দু’জনে হাসিতে ফেটে পড়েন। ভন বলেন, “আপনারা কখনও এ রকম অদ্ভুত কারণে খেলা বন্ধ হতে দেখেছেন?” আক্রম মাথা নাড়িয়ে না বলেন।

শেষে চতুর্থ আম্পায়ার গিয়ে তৃতীয় আম্পায়ারের আসনে বসলে খেলা শুরু করা হয়। কিছু ক্ষণ পরে তৃতীয় আম্পায়ার ইলিংওয়ার্থ নিজের আসনে ফিরে আসেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন