প্যাট কামিন্স। —ফাইল চিত্র।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে চাপে অস্ট্রেলিয়া। এক ক্রিকেটারকে যে তারা বিশ্বকাপের শুরুতে পাবে না তা নিশ্চিত। সংশয় রয়েছে আরও দুই ক্রিকেটারের খেলা নিয়ে। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া। সেই দলে নেই তিন তারকা।
বিশ্বকাপের শুরুর কয়েকটি ম্যাচে যে প্যাট কামিন্সকে পাওয়া যাবে না, তা জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি। চোট রয়েছে জশ হেজ়লউড ও টিম ডেভিডের। তাঁদের খেলা নিয়েও সংশয় রয়েছে। তবে বেইলির আশা, বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন দুই ক্রিকেটার।
হেজ়লউড ও ডেভিডের হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে। কামিন্সের মেরুদণ্ডের হাড়ের নীচের দিকে চিড় ধরেছে। ফলে তাঁর চোট বেশি গুরুতর। অ্যাশেজ় সিরিজ়ের আগে এই চোট পেয়েছিলেন কামিন্স। ফলে অ্যাশেজ়ে মাত্র একটি টেস্ট খেলেন তিনি। হেজ়লউডও অ্যাশেজ়ে ছিলেন না। বিগ ব্যাশ খেলতে গিয়ে চোট লাগে ডেভিডের। সেই চোট এখনও সারেনি।
সোমবার বেইলি বলেন, “ডেভিডের চোট অনেকটাই সেরেছে। কিন্তু এখনও ও পুরোদমে অনুশীলন শুরু করেনি। আশা করছি, দ্রুত তা শুরু করবে। হেজ়লউডও সুস্থ হয়ে উঠছে। আশা করছি, বিশ্বকাপের আগে ওরা পুরো সুস্থ হয়ে উঠবে।” পাশাপাশি বেইলি বলেন, “কামিন্সকে অবশ্য বিশ্বকাপের শুরুতে পাওয়া যাবে না। আশা করছি, তৃতীয় বা চতুর্থ ম্যাচের আগে ও দলের সঙ্গে যোগ দেবে।” বেইলির কথা থেকে স্পষ্ট, গ্রুপ পর্বে কামিন্সের খেলার সম্ভাবনা প্রায় নেই। নক আউটে তাঁকে পাওয়া যাবে।
তিন ক্রিকেটারকে বাদ রেখেই পাকিস্তান সিরিজ়ের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৭ জনের দল জানানো হয়েছে। সেখানে বিশ্বকাপের দলে থাকা ১০ জন রয়েছেন। বাকিরা নতুন। যদি কোনও কারণে কামিন্স, হেজ়লউড ও ডেভিড খেলতে না পারেন, তার জন্য বিকল্প তৈরি রাখছে অস্ট্রেলিয়া।
পাকিস্তান সিরিজ়ে ডাক পেয়েছেন বিগ ব্যাশে নজর কাড়া মাহলি বিয়ার্ডম্যান ও জ্যাক এডওয়ার্ডস। এখনও অস্ট্রেলিয়ার জাতীয় দলে তাঁদের অভিষেক হয়নি। কিন্তু জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সাজঘর ভাগ করে নিলে অভিজ্ঞতা বাড়বে তাঁদের।
২৯ জানুয়ারি, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি লাহৌরে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেখান থেকে সরাসরি শ্রীলঙ্কা চলে যাবে তারা। সেখানে ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। এখন দেখার, বিশ্বকাপের আগে তিন ক্রিকেটারের চোট কতটা সারে।