Damien Martyn in Coma

কোমায় ডেমিয়েন মার্টিন, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার, পাশে সতীর্থেরা

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলেছেন ডেমিয়েন মার্টিন। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার এক দিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১০:৪০
Share:

ডেমিয়েন মার্টিন। —ফাইল চিত্র।

কোমায় চলে গিয়েছেন ডেমিয়েন মার্টিন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার হাসপাতালে ভর্তি রয়েছেন। কয়েক দিন আগে মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

Advertisement

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলেছেন মার্টিন। ১৪ বছরের কেরিয়ারে ৬৭ টেস্ট ও ২০৮ এক দিনের ম্যাচ খেলা ক্রিকেটারকে গত ২৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, মেনিনজাইটিসে আক্রান্ত মার্টিনের জীবন সংশয় রয়েছে। এখনও সঙ্কটজনক তিনি।

মেনিনজাইটিসের অর্থ মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে প্রদাহ বা সংক্রমণ। এটি সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া (যেমন নিউমোকক্কাল বা মেনিনোকক্কাল) বা ছত্রাক ঘটিত রোগ। তার মধ্যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস সবচেয়ে মারাত্মক। এই রোগে আক্রান্ত হলে তীব্র মাথাব্যথা, প্রচণ্ড জ্বর, ঘাড়ে ব্যথা, বমি বমি ভাব, আলোতে সংবেদনশীলতা এবং বিভ্রান্তির সমস্যা দেখা যায়। সেই সমস্যাই হচ্ছিল বিশ্বকাপজয়ী ক্রিকেটারের।

Advertisement

মার্টিনের প্রাক্তন সতীর্থ ও দীর্ঘ দিনের বন্ধু অ্যাডাম গিলক্রিস্ট জানিয়েছেন, চিকিৎসায় কোনও থামতি রাখা হচ্ছে না। তিনি বলেন, “আমান্ডা ও তার পরিবার সব রকম চেষ্টা করছে। এই কঠিন সময়ে আমরা ওদের পাসে আছি। সকলের শুভেচ্ছা কামনা করছি।” মার্টিনের আরও এক প্রাক্তন সতীর্থ ড্যারেন লেম্যান বলেন, “তুমি লড়াকু যোদ্ধা। আমি জানি তুমি লড়াই চালিয়ে যাবে। আমরা তোমার পাশি আছি। তোমার পরিবারের পাশে আছি। তুমি সুস্থ হয়ে ফিরবেই।” ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ একটি বিবৃতিতে বলেছেন, “মার্টিনের অসুস্থতার খবর শুনে আশাহত। ক্রিকেট অস্ট্রেলিয়া ওর পরিবারের পাশে রয়েছে। মার্টিনের চিকিৎসায় সব রকম সাহায্য করা হবে।”

অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ টেস্টে ৪৪০৬ রান করেছেন মার্টিন। ২০৮ এক দিনের ম্যাচে করেছেন ৫৩৪৬ রান। টেস্ট ও এক দিনের ম্যাচ মিলিয়ে মোট ১৮ শতরান করেছেন ৫৪ বছর বয়সি এই ব্যাটার। দুই ফরম্যাট মিলিয়ে ১৪টি উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল মার্টিনের। ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতের বিরুদ্ধে ৮৮ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। ২০০৬ সালে ক্রিকেট থেকে অবসরের পর ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেত তাঁকে। তবে গত কয়েক বছরে তা-ও কমিয়ে দিয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement