Fastest Ball

১৭৬.৫ কিলোমিটার প্রতি ঘণ্টা! শোয়েব আখতারের রেকর্ড ভেঙে ক্রিকেটের দ্রুততম বল করলেন স্টার্ক?

ভারত-অস্ট্রেলিয়া প্রথম এক দিনের ম্যাচ সবে শুরু হয়েছে। ক্রিকেটপ্রেমীদের অনেকেই হয়তো ঠিক ভাবে টেলিভিশনের সামনে বসতে পারেননি। সে সময়ই টেলিভিশনের পর্দায় ভেসে উঠল মিচেল স্টার্কের অবিশ্বাস্য গতির তথ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৩:১১
Share:

(বাঁ দিকে) মিচেল স্টার্ক এবং রোহিত শর্মা (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ক্রিকেট ইতিহাসের দ্রুততম বলের সাক্ষী থাকল পার্‌থ? রোহিত শর্মাকে নাকি সামলাতে হয়েছে ১৭৬.৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির বল। বোলারের নাম মিচেল স্টার্ক। ভারত-অস্ট্রেলিয়া প্রথম এক দিনের ম্যাচের প্রথম বলেই চমক দেখালেন ৩৫ বছরের জোরে বোলার!

Advertisement

ম্যাচের প্রথম বল হওয়ার পর টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে গতি। মাঠে থাকা স্পিডোমিটারে স্টার্কের বলের গতি ওঠে ১৭৬.৫ কিলোমিটার প্রতি ঘণ্টা! বিস্মিত হন সকলেই। তা হলে ক্রিকেট ইতিহাসের দ্রুততম বলটি করলেন অস্ট্রেলিয়ার জোরে বোলার? টেলিভিশন পর্দার ওই সময়ের স্ক্রিন শট দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সত্যিই শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক? যদিও সেই বলে ১ রান নেন রোহিত। ক্রিকেটপ্রেমীদের একাংশের অবিশ্বাস্য মনে হলেও চোখে দেখা পরিসংখ্যানকে উড়িয়ে দেওয়াও যাচ্ছিল না।

না, নতুন নজির গড়তে পারেননি অস্ট্রেলীয় জোরে বোলার। তাঁর প্রথম বলের গতি ছিল আসলে ১৪০.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। স্পিডোমিটারের প্রযুক্তিগত ক্রুটির কারণে স্টার্কের বলের গতি ভুল দেখিয়েছিল টেলিভিশনের পর্দায়। ফলে অক্ষত থাকল শোয়েবের ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির বলের বিশ্বরেকর্ড। এই তালিকায় যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে রয়েছে শন টেট এবং ব্রেট লির ১৬১.১ কিলোমিটার প্রতি ঘণ্টার বল। এর পর রয়েছে জেফ্রি থমসনের ১৬০.৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির বল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement