(বাঁ দিকে) উসমান খোয়াজা এবং স্টিভ স্মিথ (ডান দিকে)। —ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট বিশ্বকাপের ফাইনালে নজির গড়লেন স্টিভ স্মিথ। একই ম্যাচে লজ্জার নজির গড়লেন তাঁরই সতীর্থ উসমান খোয়াজা। দুই অস্ট্রেলীয় ব্যাটারের দু’রকম কীর্তির সাক্ষী থাকল বুধবারের লর্ডস। প্রথম দিন চা পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ১৮৯। ২২ গজে অপরাজিত রয়েছেন বিউ ওয়েবস্টার (৫৫) এবং অ্যালেক্স ক্যারে (২২)। ৩৫ রানে ২ উইকেট কাগিসো রাবাডার। ৪৯ রানে ২ উইকেট মার্কো জানসেনের। প্রথম দিনের আরও ৪০ ওভার খেলা বাকি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের ব্যাটিং বিপর্যয় রুখতে ৬৬ রানের দায়িত্বশীল ইনিংস খেললেন স্মিথ। প্রাক্তন অধিনায়কের ইনিংস কিছুটা হলেও স্বস্তি দিল অস্ট্রেলিয়াকে। এই ইনিংস খেলার মাঝেই নজির গড়েছেন স্মিথ। চার নম্বরে ব্যাট করতে নেমে ৭৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন স্মিথ। এই নিয়ে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ১৮ বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেললেন স্মিথ। তাতেই হয়েছে কীর্তি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের মাটিতে টেস্টে আর কেউ এতগুলি ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলতে পারেননি। এ দিন স্মিথ একসঙ্গে টপকে গেলেন অ্যালান বর্ডার এবং ভিভ রিচার্ডসকে। তাঁরা দু’জনেই ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন ১৭টি করে। স্মিথের ১৮টি ইনিংসের মধ্যে সেঞ্চুরির সংখ্যা আটটি।
অন্য দিকে, লজ্জার নজির গড়লেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা। এ দিন ওপেন করতে নেমে ২০ বল খেলেও রান করতে পারেননি খোয়াজা। শূন্য রানে আউট হয়ে যান। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার তালিকায় যুগ্ম ভাবে তৃতীয় স্থানে থাকলেন খোয়াজা।
এই তালিকায় শীর্ষে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি ২২ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন শন মার্শ। তিনি শূন্য রানে আউট হন ২১ বল খেলে। এত দিন একক ভাবে তৃতীয় স্থানে ছিলেন স্যামি জোন্স। তিনি ২০ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন। টেস্ট বিশ্বকাপ ফাইনালে তাঁর সঙ্গে যুক্ত হল খোয়াজার নাম।