India Vs Bangladesh

রোহিতদের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে সাফল্যের মন্ত্র জানিয়ে দিলেন বাংলাদেশের অলরাউন্ডার

ভারত এবং বাংলাদেশ— দু’দলের ক্রিকেটীয় শক্তিতে খুব বেশি পার্থক্য নেই বলে মনে করেন মেহেদি। এক দিনের ক্রিকেটে রোহিতদের বিরুদ্ধে সাফল্য পাওয়ার রাস্তা বলে দিলেন বাংলাদেশের অলরাউন্ডার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ১৫:৪১
Share:

রোহিতের দলের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে সাফল্য পেতে কী করতে হবে জানিয়েছেন মেহেদি। ফাইল ছবি।

আগামী মাসে বাংলাদেশ সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ৪ ডিসেম্বর থেকে শুরু হবে দু’দেশের তিন ম্যাচের এক দিনের সিরিজ়। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও এক দিনের সিরিজ় নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ়।

Advertisement

বাংলাদেশের অলরাউন্ডার মনে করেন, ক্রিকেটীয় দক্ষতায় তাঁরা খুব বেশি পিছিয়ে নেই। রোহিত শর্মার দলকে সমীহ করলেও সমানে সমানে লড়াই করার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। সে জন্য দরকার মানসিক শক্তি। তাঁর মতে, ভারতের বিরুদ্ধে কঠিন মানসিকতার পরিচয় দিতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। বাংলাদেশের অন্যতম ভরসা মেহেদি। তিনি বলেছেন, ‘‘এখন এক দিনের ক্রিকেটে প্রথমে ব্যাট করলে ২৫০-২৬০ রান করে নিশ্চিত থাকা যায় না। ভারতের বিরুদ্ধে আমাদের ২৮০ থেকে ৩০০ রান তুলতে হবে। তা হলেই বোলাররা লড়াই করার সুযোগ পাবে।’’

মেহেদি এক দিনের ক্রিকেটে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘ক্রিকেটের এই ফরম্যাটে আমরা ভালই পারফর্ম করছি। কখনও কখনও ৩০০ বা তার বেশি রানও তুলছি। ভারতের বিরুদ্ধেও ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। প্রথম পাঁচ ব্যাটারের কেউ উইকেট ছুড়ে দিলে হবে না। তা হলে আমরা ৩০০ বা তার বেশি রান তুলতে পারব।’’

Advertisement

ভারতের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে ভাল কিছু করার জন্য মানসিক শক্তির প্রয়োজন বলে মনে করেন মেহেদি। বাংলাদেশ ক্রিকেট লিগ খেলার মাঝে এ নিয়ে মেহেদি বলেছেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট সব সময়ই চ্যালেঞ্জের। বিশেষ করে বোলারদের প্রচুর চাপ নিতে হয়। আমি খেলার সময় চ্যালেঞ্জ নিতে ভালবাসি। ভারতের বিরুদ্ধে আমাদের সকলকেই মানসিক ভাবে শক্তিশালী থাকতে হবে। কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। উন্নতি করতে পারলে আমরা আরও বেশি সফল হব।’’

ডিসেম্বরের ৪, ৭ এবং ১০ তারিখ ভারত-বাংলাদেশের তিনটি এক দিনের ম্যাচ হবে মীরপুরে। শেষ বার ২০১৫ সালে এক দিনের সিরিজ়ে মুখোমুখি হয়েছিল দু’দেশ। এক দিনের সিরিজ়ের পর দু’দল মুখোমুখি হবে টেস্ট সিরিজ়ে। প্রথম টেস্ট মীরপুরে এবং দ্বিতীয় টেস্ট চট্টোগ্রামে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement