Bangladesh

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয়, আমিরশাহিকে হারিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল বাংলাদেশ

বাংলাদেশের ব্যাটিং প্রত্যাশা মতো না হলেও জয় পেতে সমস্যা হল না। দুর্বল আমিরশাহির বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ় জিতলেন নুরুলরা। বাংলাদেশের বোলিংয়ের সামনে ধস নামল আমিরশাহির ইনিংসে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২৩:০৮
Share:

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন নুরুলরা। ছবি: টুইটার।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও সংযুক্ত আরব আমিরশাহিকে ৩২ রানে হারাল বাংলাদেশ। দু’ম্যাচের সিরিজ় ২-০ ব্যবধানে জিতল নুরুল হাসানের দল। প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে ৫ উইকেটে ১৬৯ রান। জবাবে আমিরশাহির ইনিংস শেষ হল ৫ উইকেটে ১৩৭ রানে। এশিয়া কাপের ব্যর্থতার পর শাকিব আল হাসানকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন নুরুলরা।

Advertisement

টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান আমিরশাহির অধিনায়ক চুন্দঙ্গাপয়িল রিজওয়ান। ওপেনার মেহদি হাসান মিরাজ ছাড়া বাংলাদেশের কোনও ব্যাটারই অবশ্য তেমন ভাল রান করতে পারলেন না। মেহদি ৩৭ বলে ৪৬ রান করলেন ৫টি চারের সাহায্যে। অন্য ওপেনার সাব্বির রহমান রান পেলেন না (৯ বলে ১২)। তিন নম্বরে নেমে লিটন দাস করলেন ২০ বলে ২৫ রান। তিনি ৪টি চার মারেন। মোসাদ্দেক হোসেন ২২ বলে ২৭ রান করলেন ২টি চার এবং ১টি ছয়ের সাহায্যে। আফিফ হোসেনের অবদান ১০ বলে ১৮ রান। শেষ পর্যন্ত উইকেটে ছিলেন ইয়াসির আলি এবং নুরুল। তাঁরা অপরাজিত থাকেন যথাক্রমে ১৩ বলে ২১ এবং ১০ বলে ১৯ রান করে। অমিরশাহির সফলতম বোলার আয়ান আফজল খান ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ১৪ রানে ১ উইকেট আরিয়ান লাকরার।

জবাবে আমিরশাহির প্রথম সারির কোনও ব্যাটারই রান পেলেন না। ওপেনার মহম্মদ ওয়াসিম ১৬ বলে ১৮ রান করলেও পরের তিন ব্যাটার দু’অঙ্কের রানও করতে পারলেন না। পাঁচ নম্বরে নামা অধিনায়ক রিজওয়ান এবং ছয় নম্বরে নামা বাসিল হামিদ কিছুটা লড়াই করলেন। তার আগেই অবশ্য ২৯ রানে ৪ উইকেট হারায় আমিরশাহি। হামিদ ৪০ বলে ৪২ রান করলেন ৪টি চারের সাহায্যে। বেশি আগ্রাসী ছিলেন রিজওয়ান। তিনি অর্ধশতরান করলেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৩৬ বলে ৫১ রান করে। মারলেন ২টি করে চার এবং ছয়।

Advertisement

বাংলাদেশের সফলতম বোলার মোসাদ্দেক ৮ রানে ২ উইকেট নিলেন। ১২ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন জোরে বোলার তাসকিন আহমেদ। বাংলাদেশের অন্য বোলাররা তেমন দাগ কাটতে পারলেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন