লিটন দাস। —ফাইল চিত্র।
এশিয়া কাপে ভারতের মুখোমুখি হওয়ার আগে উদ্বেগ ভারতীয় শিবিরে। মঙ্গলবার অনুশীলনে চোট পেলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তাঁর বাঁ দিকের পাঁজরে চোট লেগেছে। বুধবার তাঁর খেলা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
অনুশীলনে ব্যাট করার সময় চোট পেয়েছেন লিটন। পাঁজরে বল লাগার পর মাটিতে বসে পড়েন লিটন। ছুটে যান বাংলাদেশ দলের চিকিৎসক এবং ফিজিয়ো। তাঁরা লিটনের চোটের জায়গা পরীক্ষা করেন। তাঁদের সঙ্গে মাঠ ছাড়েন বাংলাদেশের অধিনায়ক। পরে আর অনুশীলন করতে নামেননি। মাঠের ধারে বসে সতীর্থদের অনুশীলন দেখেন লিটন।
লিটনের চোট নিয়ে বাংলাদেশ শিবির থেকে বিস্তারিত কিছু বলা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘আমরা লিটনের দিকে নজর রাখছি। বাইরে থেকে দেখে মনে হচ্ছে ঠিকই আছে। গুরুতর কিছু নয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মেডিক্যাল টিম লিটনকে পরীক্ষা করে দেখবে। তখনই বোঝা যাবে লিটন ভারতের বিরুদ্ধে খেলতে পারবে কিনা।’’
বাংলাদেশের এশিয়া কাপের দলে কোনও সহ-অধিনায়ক নেই। লিটন খেলতে না পারলে কে নেতৃত্ব দেবেন? এ ব্যাপারে কিছু জানানো হয়নি বাংলাদেশ শিবির থেকে। তবে লিটন খেলতে না পারলে পরিবর্ত ক্রিকেটারের কথা ভেবে ফেলেছেন কোচ ফিল সিমন্স। সে ক্ষেত্রে প্রথম একাদশে ঢুকবেন পারভেজ হোসেন ইমন।