India Vs Bangladesh

দু’টি কারণে বাংলাদেশ জোর টক্কর দিতে পারে ভারতের সঙ্গে, বললেন অধিনায়ক শান্ত

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তের মতে, দু’টি জায়গায় ভারতের সঙ্গে জোর টক্কর দিতে পারেন তাঁরা। এমনকি জিততেও পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫১
Share:

দুবাইয়ে বাংলাদেশ দলের অনুশীলন। ছবি: পিটিআই।

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক ফর্মের বিচারে ভারতের থেকে অনেকেই বাংলাদেশকে পিছিয়ে রাখছেন। তবে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তেমনটা মনে করেন না। তাঁর মতে, দু’টি জায়গায় ভারতের সঙ্গে জোর টক্কর দিতে পারেন তাঁরা। এমনকি জিততেও পারেন।

Advertisement

বুধবার সাংবাদিক বৈঠকে শান্ত বলেছেন, “ভারতকে হারাতে গেলে সব বিভাগকে ভাল খেলতে হবে। ভারতের বিরুদ্ধে আমাদের বেশ কিছু ভাল স্মৃতি রয়েছে। যদি আমরা নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারি তা হলে জয়ের সম্ভাবনা রয়েছে।”

শান্ত আরও বলেছেন, “আমাদের দলে বেশ কিছু ভাল অলরাউন্ডার রয়েছে। আমরা ওদের উপর নির্ভর করছি। আসলে এই প্রতিযোগিতায় যে কোনও দল জিততে পারে। আমরাও চ্যাম্পিয়ন হওয়ার মরিয়া চেষ্টা করব। তবে এখন থেকেই বেশি কিছু ভাবছি না।”

Advertisement

অলরাউন্ডারেরা যদি প্রথম শক্তি হন, তা হলে দ্বিতীয় শক্তি অবশ্যই পেসারেরা— এমনটাই মনে করেন শান্ত। তাঁর কথায়, “আমাদের দলের পেসারেরা খুবই ভাল। নাহিদের মতো বোলারকে পেয়ে আমরা গর্বিত। যদি ও খেলে তা হলে ঠিক নিজের কাজ করে দেবে। স্পিনার এবং পেসারের ভাল ভারসাম্য আমাদের দলে রয়েছে।”

চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহ খেলতে পারবেন না। এটা কি বাড়তি সুবিধা দেবে? শান্ত সেটা মনে করেন না। তাঁর কথায়, “বুমরাহ বা কোনও নির্দিষ্ট ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আমরা ভাবতে রাজি নই।”

বাকি দেশগুলি মোটামুটি এক দিনের ম্যাচ খেললেও বাংলাদেশ সাম্প্রতিক কালে খেলেনি। তাঁদের ক্রিকেটারেরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছেন। তাতে অবশ্য চিন্তার কিছু দেখছেন না শান্ত। বলেছেন, “বিপিএলে দু’জন ভাল খেলেছে। আমাদের শুধু এই ফরম্যাটের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। দুবাইয়ের পিচ পাকিস্তানের মতো দ্রুত গতির নয়। সেটা একটা সুবিধা। পাশাপাশি অনেক সমর্থককেও পাব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement