ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগেই ভারতকে সতর্ক করলেন বাংলাদেশের অধিনায়ক, কী বললেন?

ইংল্যান্ডকে চুনকাম করার পর এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে ভারত। ২০ ফেব্রুয়ারি প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। সেই ম্যাচে নামার আগেই ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাখল পড়শি দেশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৬
Share:

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। — ফাইল চিত্র।

ইংল্যান্ডকে চুনকাম করার পর এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে ভারত। মাঝে কয়েক দিনের বিরতির পরেই দুবাইয়ে উড়ে যাবে দল। ২০ ফেব্রুয়ারি প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। সেই ম্যাচে নামার আগেই ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাখল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাফ জানিয়েছেন, তাঁরা ট্রফি জিততেই খেলতে নামবেন।

Advertisement

শান্তর দাবি, বড় দলগুলিকে টেক্কা দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। তিনি বলেছেন, “আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামব চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। আটটা দলই ট্রফি জেতার জন্য খেলতে নামবে। প্রত্যেকেই ভাল দল। আমার মনে হয়, বাংলাদেশের ট্রফি জেতার ক্ষমতা রয়েছে। দলের কারও বাড়তি চাপ নেই।”

তিনি আরও বলেছেন, “দলের প্রত্যেকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুখে রয়েছে। নিজের দক্ষতার উপরেও বিশ্বাস রাখছে। আমরা কঠোর পরিশ্রম করে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করি নিজেদের লক্ষ্যপূরণ করতে পারব।”

Advertisement

নাজমুলের মতে, দলের ১৫ জন সদস্যের প্রত্যেকে একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। তিনি বলেছেন, “১৫ জন ক্রিকেটারকে নিয়েই আমি আত্মবিশ্বাসী। যে কেউ যে কোনও দিন দলকে জেতাতে পারে। কিছু দিন আগেও আমাদের দলে ভাল মানের পেসার ছিল না। এখনকার শক্তিশালী পেস বিভাগ রয়েছে। আগে লেগস্পিনার ছিল না। এখন আছে। আমাদের দলে ভালই ভারসাম্য রয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement