বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদর দফতর। —ফাইল চিত্র।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবার গণ্ডগোল। বাংলাদেশের জাতীয় ক্রীড়া সংস্থা (এনএসসি) বৃহস্পতিবার বিসিবি-র প্রধান ফারুক আহমেদকে সরিয়ে দিয়েছে। আগামী দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানের পদের জন্য স্বচ্ছ নির্বাচনের দাবি করেছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলাম। আগামী দিনে তাঁকেই বোর্ডের প্রধানের পদে দেখা যেতে পারে।
গত বছর বাংলাদেশে ছাত্র আন্দোলনের পর নাজমুল হাসান পাপনকে সরিয়ে ক্রিকেট বোর্ডের প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছিল ফারুককে। এনএসসি-ই তাঁকে নিয়োগ করেছিল। এ বার তারাই ফারুককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান হিসাবে আর কোনও কাজ করতে পারবেন না তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আট জন ডিরেক্টর রয়েছেন। তাঁরাও ফারুককে সরিয়ে দেওয়ার পক্ষেই রায় দিয়েছেন।
বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আমিনুল বিসিবি-তে যোগ দেবেন। এই বছর অক্টোবরে নির্বাচন হতে পারে। ফারুককে সরিয়ে দায়িত্ব দেওয়া হতে পারে আমিনুলকে। কিন্তু নির্বাচনের পরে তিনি আর বোর্ডের দায়িত্বে থাকতে চান না। আমিনুল বলেন, “আমার প্রধান লক্ষ্য বোর্ডে স্বচ্ছ নির্বাচন করা। এমন একটা বোর্ড তৈরি করা যাতে ক্রিকেটের ভাল হয়। এটুকুই চাই আমি। নির্বাচনে লড়ার কোনও ইচ্ছা নেই আমার।”
আমিনুলের সংযোজন, “আমি সব সময় ক্রিকেটের উন্নতি চেয়েছি। আগেও বলেছি, এই পর্যায় কাজ করার কোনও অভিজ্ঞতা নেই আমার। প্রথম বার এমন প্রস্তাব দেওয়া হয়েছে আমাকে। আমি না বলিনি। সুযোগ যখন এসেছে, আমি কাজ করব। আমার লক্ষ্য নির্বাচন পর্যন্ত কাজ করা। পরে কোনও দায়িত্ব দেওয়া হবে না কি আমি আইসিসি-তে ফিরে যাব সেটা জানি না। এখনও পর্যন্ত নির্বাচনে লড়ার কোনও ইচ্ছা নেই আমার। দীর্ঘ দিনের জন্য এই দায়িত্ব পালন করার ইচ্ছা নেই। এখনও সরকারি ভাবে আমাকে কিছু বলা হয়নি। মনে হয় এনএসসি আমাকে নিয়োগ করবে। তার পর বোর্ডের সদস্যেরা নির্বাচন করবে।”
আমিনুল এখন আইসিসি ডেভেলপমেন্ট অফিসার হিসাবে কাজ করছেন। আইসিসি-র থেকে কিছু দিনের ছুটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেবেন তিনি। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আমিনুল। দেশের হয়ে প্রথম টেস্ট শতরানটি করেছিলেন তিনিই। ভারতের বিরুদ্ধে ঢাকায় ১৪৫ রান করেছিলেন আমিনুল। দেশের হয়ে ১৩টি টেস্ট ৩৯টি এক দিনের ম্যাচ খেলেছিলেন। অবসর নেওয়ার পর দেশের কোচও হয়েছিলেন।