ICC U19 World Cup 2026

ছোটদের বিশ্বকাপেও বাংলাদেশ-আইসিসি সংঘাত! বিদায় নিশ্চিত হতেই হেনস্থার অভিযোগ বিসিবির

ছোটদের বিশ্বকাপে ব্যর্থতার দায় ঘুরিয়ে আইসিসির ঘাড়ে চাপাল বাংলাদেশ! একটি প্রস্তুতি ম্যাচের জায়গা বদল হওয়ায় ক্রিকেটারদের বাড়তি ধকল নিতে হয়েছে বলে অভিযোগ তাদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:২৫
Share:

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। ছবি: এক্স।

ভারতে খেলতে না আসার অবস্থানে অনড় থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তার দু’দিন পরেই ইংল্যান্ডের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। তার পর আইসিসির বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Advertisement

ছোটদের বিশ্বকাপে নাকি বাংলাদেশ দলকে হেনস্থা করা হয়েছে। আইসিসির বিরুদ্ধে অভিযোগ বিসিবির। বাংলাদেশের সূচি হঠাৎ বদলে দেওয়ার অভিযোগ করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর হাবিবুল বাশার। বাংলাদেশের সংবাদ মাধ্যম ‘দ্য ডেইলি স্টার’কে বাশার বলেছেন, ‘‘ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ক্রিকেটারদের যাত্রার ধকল কমাতে আমরা নিজেদের খরচে বিমানের ব্যবস্থা করেছিলাম। কারণ বাসে গেলে অনেক সময় লাগত। ওখানে সরাসরি বিমান পাওয়ার সমস্যা ছিল। তা-ও ব্যবস্থা করা হয়েছিল। প্রথমে আমাদের প্রথম দুটো প্রস্তুতি ম্যাচ ছিল মাসভিঙ্গোতে। কিন্তু আইসিসি হঠাৎ একটি ম্যাচের জায়গা বদলে দেয়। তাতে আমাদের দলকে সমস্যা পড়তে হয়।’’

বাশার আরও বলেছেন, ‘‘ছোটদের বিশ্বকাপে আমাদের ক্রিকেটারদের প্রচুর দৌড় ঝাঁপ করতে হয়েছে। অনুশীলন ম্যাচগুলো ছিল মাসভিঙ্গোতে। আর বিশ্বকাপের ম্যাচ ছিল বুলাওয়াওতে। দু’টি জায়গার দূরত্ব সড়ক পথে ৪ ঘণ্টার। তা-ও ঠিক ছিল। কিন্তু আইসিসি হঠাৎ সূচি বদল করে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়। ফলে প্রস্তুতির সময় ক্রিকেটারদের যাতায়াতের বাড়তি ধকল নিতে হয়েছে।’’

Advertisement

বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের অভিযোগ, আইসিসিকে সমস্যার কথা জানিয়েও লাভ হয়নি। বাশার বলেছেন, ‘‘প্রতিযোগিতা শুরুর আগেই এত যাতায়াতের ধকল বা সমস্যার কথা আইসিসিকে জানানো হয়েছিল। আমাদের প্রস্তুতি ম্যাচ দুটো একই জায়গায় করার অনুরোধ করা হয়েছিল ধকলের কথা ভেবে। অথচ আমাদের কোনও কথা শোনা হয়নি। আমরা জানি, প্রতিযোগিতা শুরুর পর সূচি পরিবর্তন করা যায় না। তাই আগেই বলা হয়েছিল।’’

ছোটদের বিশ্বকাপে বাংলাদেশের দ্রুত বিদায়ের কারণ হিসাবে নিজেদের কৌশলগত ব্যর্থতার কথাও নেমে নিয়েছেন বাশার। তিনি বলেছেন, ‘‘আমরা ভাল খেলতে পারিনি। তা ছাড়া ভারত এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে আমরা ঠিকঠাক হিসাব করে এগোতে পারিনি। আরও ভাল পরিকল্পনা হওয়া উচিত ছিল। অনেকে হয়তো বলবেন, আমরা হেরে যাওয়ায় অজুহাত দিচ্ছি। সূচির সমস্যাটা লঘু করে দেখার মতো বিষয় নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement