ICC T20 World Cup 2026

‘চাপ দিয়ে বাধ্য করা যাবে না’, আইসিসি, ভারতীয় বোর্ডকে আবার হুমকি বাংলাদেশের

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই বাদ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ সরকার। তার পরই আসিফ নজরুলের নির্দেশে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলা নিয়ে আপত্তি তুলেছে বিসিবি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৬:৩২
Share:

(বাঁ দিকে) আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট দল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) একের পর এক অনুরোধেও সুর বদলাতে রাজি নন বাংলাদেশের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থানে অনড় তিনি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, তাঁদের চাপ দিয়ে কোনও লাভ হবে না।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জটিলতা কাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন আইসিসি কর্তারা। লিটন দাসদের জন্য ভারতে যথাযথ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে বিশ্বকাপের সূচি বদলের নানা সমস্যার কথাও বুঝিয়ে বলা হয়েছে। কিন্তু বিসিবি কর্তারা অনড়। শেষ পর্যন্ত বাংলাদেশ রাজি না হলে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে বলেও শোনা যাচ্ছে। এর প্রেক্ষিতে আসিফ এ দিন বলেন, ‘‘আনুষ্ঠানিক ভাবে এমন কিছু আমাদের জানা নেই।’’ তিনি আরও বলেছেন, ‘‘অযোক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলতে বাধ্য করা যাবে না। আইসিসি যদি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের উপর চাপ তৈরি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা তা মানব না।’’

ম্যাচের কেন্দ্র পরিবর্তন প্রসঙ্গে আসিফ বলেন, ‘‘পাকিস্তান ভারতে খেলতে যাবে না বলেছে। আইসিসি ওদের কেন্দ্র বদলে দিয়েছে। আমরা অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে কেন্দ্র বদলের কথা বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের বাধ্য করা যাবে না।’’ উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত এবং শ্রীলঙ্কা যুগ্ম ভাবে আয়োজন করছে প্রতিযোগিতা। বাংলাদেশের অন্তর্বর্তী মুহাম্মদ ইউনূস সরকারের আশঙ্কা ভারতে লিটনদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই বিশ্বকাপের ম্যাচ খেলতে এ দেশে দল পাঠাতে নারাজ তারা।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ সরকার। তার পরই আসিফের নির্দেশে বিসিবি ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলা নিয়ে আপত্তি তুলেছে। আইসিসি কর্তারা তার পর থেকেই জট খোলাক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement