Vaibhav Suryavanshi

‘যাও, গিয়ে বল করো!’ পাক পেসার আগ্রাসন দেখাতেই মাথা গরম বৈভবের, পরের বলেই চার মারলেন ১৪ বছরের ব্যাটার

ভারত-পাকিস্তান ম্যাচে আগ্রাসন দেখালেন বৈভব সূর্যবংশী। পাকিস্তানের পেসারকে বল করতে বললেন ভারতীয় ব্যাটার। পরের বলেই চার মারলেন বৈভব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৫:১৩
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

শুরু থেকে ভারতীয় ব্যাটারদের সঙ্গে পাকিস্তানের বোলারদের কথার লড়াই চলছিল। সেই লড়াই আরও বাড়িয়ে দিলেন বৈভব সূর্যবংশী। আগ্রাসন দেখালেন তিনি। পাকিস্তানের পেসারকে বল করতে বললেন ভারতীয় ব্যাটার। পরের বলেই চার মারলেন বৈভব।

Advertisement

ওপেন করতে নেমে প্রথম বলেই চার মারেন বৈভব। পাক পেসার উবেইদ শাহ সেটা মানতে পারেননি। ফলে তাঁদের মধ্যে এক অন্য লড়াই চলছিল। তৃতীয় ওভারে উবেইদের একটি বল অফ সাইডে মারার চেষ্টা করেন বৈভব। কিন্তু বল সোজা ফিল্ডারের কাছে যায়। সেটা দেখে তাঁর দিকে অদ্ভুত ভাবে তাকান উবেইদ। ভাবখানা এমন, কী হল, মারতে পারলে না!

সেটা দেখে চুপ থাকেননি বৈভব। তিনি বলেন, “যাও, গিয়ে বল করো। বল করো না।” সেটা শুনে উবেইদ এক বার পিছন দিকে তাকান। তিনি আর কিছু বলেননি। বৈভবের বয়স ১৪ বছর। এই বয়সেই অনেক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে খেলেছেন তিনি। আইপিএলে খেলেছেন বিদেশিদের সঙ্গেও। ফলে বড় ম্যাচের চাপ কী ভাবে সামলাতে হয় সেটা তিনি জানেন। ভারত-পাকিস্তান ম্যাচে সেটাই দেখা গেল। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

ছোটদের এশিয়া কাপে ব্যাট হাতে ফর্মে রয়েছেন বৈভব। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৪২ বলে ১৪৪ রান করেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধেও শুরুটা ভাল করেছিলেন। ২৮ বলে ৪৫ রান করে আউট হন। পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। বৈভব আউট হওয়ার পরেই খেই হারায় ভারতের ব্যাটিং। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩৬ রানে অল আউট হয়ে যায় তারা। জবাবে ১৩.২ ওভারে রান তাড়া করে নেয় পাকিস্তান। ৮ উইকেটে জেতে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement