Kumar Sangakkara Appointed RR Coach

দ্রাবিড়ের পরিবর্ত ঘোষণা রাজস্থানের! চার বছর কোচ থাকা বিদেশিকেই আবার দায়িত্ব দিল আইপিএলের দল

আইপিএলের গত মরসুমে রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব সামলেছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে প্লে-অফে উঠতে পারেনি রাজস্থান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১২:৩৫
Share:

রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র।

রাহুল দ্রাবিড়ের পরিবর্ত ঘোষণা করে দিল রাজস্থান রয়্যালস। আইপিএলের গত মরসুমে রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব সামলেছিলেন দ্রাবিড়। তাঁর কোচিংয়ে প্লে-অফে উঠতে পারেনি রাজস্থান। নবম স্থানে শেষ করে তারা। ফলে মরসুম শেষ হওয়ার পরেই সরে যান দ্রাবিড়। আইপিএলে নিলামের আগে নতুন কোচ ঘোষণা করেছে রাজস্থান। দ্রাবিড়ের বদলে কুমার সঙ্গকারাকে আবার প্রধান কোচের দায়িত্ব দিয়েছে তারা। এর আগে ২০২১-২০২৪ সাল পর্যন্ত সঙ্গকারাই ছিলেন রাজস্থানের কোচ।

Advertisement

২০২৪ সালের আইপিএলের পর সঙ্গকারার বদলে দ্রাবিড়কে কোচ করেছিল রাজস্থান। সঙ্গকারাকে দলের ডিরেক্টর অফ ক্রিকেট করা হয়েছিল। সেই দায়িত্বও সামলাবেন তিনি। অর্থাৎ, একসঙ্গে জোড়া দায়িত্ব সামলাতে হবে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে।

কোচ হিসাবে ২০২২ ও ২০২৪ সালে রাজস্থান রয়্যালসকে প্লে-অফে তুলেছিলেন সঙ্গকারা। ২০২২ সালে ফাইনাল খেলেছিল রাজস্থান। চ্যাম্পিয়ন অবশ্য হতে পারেনি তারা। সঙ্গকারার এই অতীত সাফল্য বিবেচনা করে তাঁকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

নতুন দায়িত্ব পেয়ে সঙ্গকারা বলেন, “রাজস্থানের প্রধান কোচ হতে পেরে আমি গর্বিত। আমার সঙ্গে খুব শক্তিশালী একটা দল রয়েছে। কোচিং স্টাফও খুব ভাল। একটা দল হিসাবে খেলব আমরা। আগামী মরসুমে আবার ভাল ফল করতে চাই। সকলে মিলে সেই চেষ্টা করব।”

গত মরসুমে জঘন্য খেলেছিল রাজস্থান। গ্রুপ পর্বে ১৪ ম্যাচ খেলে মাত্র ৮ পয়েন্ট পেয়েছিল তারা। কোচ দ্রাবিড়ের সঙ্গে গত বারের অধিনায়ক সঞ্জু স্যামসনের মনোমালিন্যের খবরও বেরিয়েছিল। যদিও তা উড়িয়ে দিয়েছিলেন দ্রাবিড়। মরসুম শেষে অবশ্য দায়িত্ব ছেড়ে দেন দ্রাবিড়।

এ বার অধিনায়কও বদল করতে চলেছে রাজস্থান। নিলামের আগে সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়েছে তারা। মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংস নিয়েছে সঞ্জুকে। পরিবর্তে রবীন্দ্র জাডেজা ও স্যাম কারেন রাজস্থানে এসেছেন। জল্পনা শুরু হয়েছে, জাডেজাকে অধিনায়ক করতে পারে রাজস্থান। গত বার সঞ্জুর অনুপস্থিতিতে কয়েকটি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন রিয়ান পরাগ। তিনিও দলের নতুন অধিনায়ক হতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement