Yash Dhull's Century in Duleep Trophy

হৃদ্‌যন্ত্রে ১৭ মিলিমিটারের ছিদ্র, অস্ত্রোপচারের পর ফিরে শতরান ভারতের ছোটদের বিশ্বজয়ী অধিনায়কের

দলীপ ট্রফিতে শতরান করেছেন যশ ঢুল। দিল্লির এই ক্রিকেটারের হৃদ্‌যন্ত্রে ১৭ মিলিমিটারের ছিদ্র পাওয়া গিয়েছিল। অস্ত্রোপচারের পর আবার ফিরেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৬
Share:

দলীপে উত্তরাঞ্চলের হয়ে শতরানের পর উল্লাস যশ ঢুলের। ছবি: পিটিআই।

এক বছর আগে হঠাৎ কেরিয়ার শেষ হওয়ার দুঃস্বপ্ন দেখতে শুরু করেন যশ ঢুল। ব্যাট করার সময় হাঁপ ধরে যাচ্ছিল বলে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। চিকিৎসক জানান, ঢুলের হৃদ্‌যন্ত্রে ১৭ মিলিমিটারের ছিদ্র রয়েছে। শীঘ্রই অস্ত্রোপচার করাতে হবে। আবার ক্রিকেটে ফিরতে পারবেন কি না তার কোনও নিশ্চয়তা ছিল না। ঢুল ফিরেছেন। আবার মাঠে নেমেছেন। দলীপ ট্রফিতে শতরানও করেছেন। ঘোষণা করেছেন, এখনও ক্রিকেটেই রয়েছেন তিনি।

Advertisement

দলীপে পূর্বাঞ্চলের বিরুদ্ধে উত্তরাঞ্চলের হয়ে খেলার সময় ১৩৩ রান করেছেন ঢুল। এই ইনিংসের পর ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “এখানেই রয়েছি।” অর্থাৎ, তিনি বোঝাতে চেয়েছেন, এখনও ক্রিকেটেই রয়েছেন তিনি। হতে পারে কয়েক মাসের জন্য খেলার বাইরে ছিলেন, তাই বলে তাঁকে ভুলে গেলে চলবে না। ভারতের যে কয়েক জন তরুণ ক্রিকেটার জাতীয় দলে ঢোকার দাবিদার, তাঁদের মধ্যে ঢুল অন্যতম। সেটাই আরও এক বার প্রমাণ করে দিয়েছেন তিনি।

ভারতের অধিনায়ক হিসাবে ২০২১ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ এক দিনের বিশ্বকাপ জিতেছেন ঢুল। তখনই ভারতীয় ক্রিকেটে পরিচিত হয়ে ওঠেন তিনি। আইপিএলেও সুযোগ পান। দিল্লির হয়ে রঞ্জিও খেলেছেন। কিন্তু গত বছর হৃদ্‌যন্ত্রে ছিদ্র ধরা পড়ার পরে খেলার বাইরে যেতে হয় তাঁকে।

Advertisement

কঠিন সময়ের কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঢুল। বলেছেন, “কঠিন সময় আমাকে অনেক কিছু শিখিয়েছে। খেলার পাশাপাশি জীবনের শিক্ষাও পেয়েছি। কী ভাবে এগোতে হবে সেটা বুঝেছি। এখন শুধু নিজের খেলা উপভোগ করি। কোনও চাপ নিই না। মাঠে নেমে আনন্দ করি।”

জীবন ও কেরিয়ারে যে উত্থান-পতন হবেই তা বুঝে গিয়েছেন ঢুল। তাই সব কিছুকেই সাধারণ ভাবে নেন তিনি। বর্তমানে বাঁচেন। ভবিষ্যতের কথা ভাবেন না। যে সুযোগ পাচ্ছেন তা কাজে লাগানোর চেষ্টা করেন। যেমনটা করেছেন দলীপ ট্রফিতে। আরও এক বার সকলকে জানিয়ে দিয়েছেন, এখানেই রয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement