ভারতের মহিলা দলের কয়েক জন ক্রিকেটার। —ফাইল চিত্র।
দীর্ঘ ১২ বছর পর আবার ভারতের মাটিতে আয়োজিত হচ্ছে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। এ বারের বিশ্বকাপের পুরস্কার মূল্য বেড়েছে ২৯৭ শতাংশ। এ বার মোট পুরস্কার মূল্য ১২২ কোটি ৫৮ লক্ষ টাকা। প্রতিটি ধাপে বাড়ানো হয়েছে পুরস্কার মূল্য। গত বারের তুলনায় তা অনেকটাই বেশি।
গত বার মহিলাদের এক দিনের বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য ছিল ৪২ কোটি টাকা। এ বার তা প্রায় তিন গুণ বেড়েছে। বিশ্বকাপের জয়ী দল পাবে ৩৯ কোটি ৫৬ লক্ষ টাকা। গত বারের থেকে তা বেড়েছে ২৩৯ শতাংশ। রানার আপ দল পাবে ১৯ কোটি ৭৮ লক্ষ টাকা। গত বারের তুলনায় ২৭৩ শতাংশ বেশি টাকা পাবে ফাইনালের পরাজিত দল।
যে চার দল মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে তারা প্রত্যেকে ৯ কোটি ৮৮ লক্ষ টাকা করে পাবে। গত বারের থেকে তা ২৭২ শতাংশ বেড়েছে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দল ৬ কোটি ১৮ লক্ষ টাকা করে পাবে। সপ্তম ও অষ্টম স্থানে যে দুই দল শেষ করবে তারা ২ কোটি ৪৭ লক্ষ টাকা করে পাবে।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা প্রতিটি দলকে দেওয়া হবে ২ কোটি ২০ লক্ষ টাকা। বিশ্বকাপের গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতলেই ৩০ লক্ষ টাকা করে পাবে দলগুলি। গত বারের তুলনায় সেই টাকা বেড়েছে ৩৭ শতাংশ।
৩০ সেপ্টেম্বর থেকে শুরু এ বারের মহিলাদের বিশ্বকাপ। ভারত আয়োজক দেশ হলেও পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। রাউন্ড রবিন ফরম্যাটে হবে খেলা। অর্থাৎ, আট দলের প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে খেলবে। প্রতিটি দলকে গ্রুপ পর্বে সাতটি করে ম্যাচ খেলতে হবে। পয়েন্টর বিচারে চারটি দল উঠবে সেমিফাইনালে। ২ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল।