Pakistan Cricket Controversy

পাক ক্রিকেটে বিতর্ক থামছে না! ২৪ ঘণ্টায় ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন বাবরদের নতুন ব্যাটিং কোচ

২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল করলেন পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মহম্মদ ইউসুফ। প্রথমে নিউ জ়িল্যান্ড সফরে যাবেন না বললেও পরে রাজি হয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৪:১৯
Share:

বাবর আজ়ম (বাঁ দিকে) ও মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ করা হয়েছে মহম্মদ ইউসুফকে। প্রাক্তন ক্রিকেটারের উপর ভরসা রেখেছে মহসিন নকভিরা। অথচ দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফরে যাবেন না বলে জানিয়েছিলেন ইউসুফ। ২৪ ঘণ্টার মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরলেন তিনি। এ বার তিনি জানিয়েছেন যে নিউ জ়িল্যান্ডে দলের সঙ্গে যাবেন।

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ড আগে জানিয়েছিল, কন্যার অসুস্থতার কারণে নিউ জ়িল্যান্ডে যাবেন না ইউসুফ। সেই ঘোষণার পর বিতর্কও হয়েছিল। ইউসুফের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের কয়েক জন প্রাক্তন ক্রিকেটার। যদিও ২৪ ঘণ্টাতেই সিদ্ধান্ত বদলে গিয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ইউসুফ দলের সঙ্গে যাবেন। তিনি বলেন, “ইউসুফ বোর্ডকে জানিয়েছে যে ওর মেয়ে এখন অনেকটাই সুস্থ। তাই নিউ জ়িল্যান্ড যেতে ওর কোনও সমস্যা নেই।”

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হয়েও সকলের আগে বাদ পড়েছে পাকিস্তান। একটি ম্যাচও জিততে পারেনি তারা। নিউ জ়িল্যান্ড ও ভারতের কাছে হারের পর বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তার পরেই ইউসুফকে নতুন ব্যাটিং কোচ করেছে নকভির বোর্ড। অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে রাখা হয়েছে আকিব জাভেদকেই। সহকারী কোচ হিসেবে রয়েছেন আজ়হার মাহমুদ।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে পাকিস্তান। টি-টোয়েন্টি দল থেকে বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়াল ও ফখর জ়মানকে বাদ দেওয়া হয়েছে। নতুন অধিনায়ক হয়েছেন সলমন আলি আঘা। বাবরেরা অবশ্য এক দিনের দলে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement