Bangladesh Cricket Chaos

থমথমে বিসিবি দফতর, হতাশ আমিনুল, তবু বিশ্বকাপ খেলতে অলৌকিকের আশায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি জানিয়ে দিয়েছে, কোনও ভাবেই গ্রুপ বদলানো যাবে না। তারা ভারতে খেলবে কি না সেই সিদ্ধান্ত বৃহস্পতিবারের মধ্যে জানিয়ে দিতে বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২২:৩২
Share:

বাংলাদেশ ক্রিকেট দল। —ফাইল চিত্র।

আইসিসির নির্দেশের পর থমথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদর দফতর। কর্তারা ভেবেছিলেন, বৈঠকে আশার কথা শোনাবেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি জানিয়ে দিয়েছে, কোনও ভাবেই গ্রুপ বদলানো যাবে না। তারা ভারতে খেলবে কি না সেই সিদ্ধান্ত বৃহস্পতিবারের মধ্যে জানিয়ে দিতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে হতাশ হলেও আলৌকিকের আশায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম।

Advertisement

‘প্রথম আলো’-কে আমিনুল জানিয়েছেন, একমাত্র অলৌকিক কিছু হলেই বাংলাদেশের পক্ষে বিশ্বকাপ খেলা সম্ভব। বৈঠকে আইসিসি জানিয়েছে, এক দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশকে। আমিনুল বলেন, “আমি আইসিসিকে বলেছিলাম, দেশের সরকারের সঙ্গে কথা বলার জন্য একটা শেষ সুযোগ দিন। ওরা আমার অনুরোধ রেখেছে।” তবে এর আগেও বার বার বাংলাদেশ জানিয়েছে, নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপের ম্যাচ তারা খেলবে না। এক দিনে কি সেই সিদ্ধান্ত বদলাবে?

‘প্রথম আলো’ জানিয়েছে, সরকারের সূত্র থেকে জানা গিয়েছে, তেমন কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ, ভারতে দল পাঠানোর সিদ্ধান্তে কোনও বদল হবে না। আমিনুল বলেন, “মুস্তাফিজ়ুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে আমারই মনে হচ্ছে ভারতে খেলা আমাদের জন্য নিরাপদ নয়। সেটাই আইসিসির বৈঠকে বলেছি।”

Advertisement

আমিনুল জানিয়েছেন, সরকাকে কোনও রকম চাপ দিতে চান না তাঁরা। তিনি বলেন, “সরকার তো চায় আমরা খেলি। কে বিশ্বকাপ খেলতে চায় না? কিন্তু এই মুহূর্তে ভারতে খেলা নিরাপদ নয়। আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই। এই দাবি থেকে আমরা সরিনি।”

এই পরিস্থিতিতে অলৌকিকেক আশায় আমিনুল। তিনি জানেন, সরকারের দিক থেকে অবস্থানে কোনও বদল হবে না। কিন্তু আইসিসির দিক থেকে তো হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বলেন, “আইসিসিও তো মত বদলাতে পারে।” তবে যা পরিস্থিতি তাতে আইসিসির মত বদলের বিশেষ কোনও সম্ভাবনা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement