ICC T20 World Cup 2026

বাংলাদেশের দুয়ারে পাকিস্তান! আমিনুলদের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিতে পারেন নকভিরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অতীতে বাংলাদেশকে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন পাকিস্তানের বোর্ডপ্রধান মহসিন নকভি। আইসিসি-র নীরবতা দেখে এ বার ভারতের পড়শি দেশের সাহায্য চাইল বাংলাদেশ সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২০:৪০
Share:

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অতীতে বাংলাদেশকে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন পাকিস্তানের বোর্ডপ্রধান মহসিন নকভি। আইসিসি-র নীরবতা দেখে এ বার ভারতের পড়শি দেশের সাহায্য চাইল বাংলাদেশ সরকার। তবে পাকিস্তানের তরফে এখনও কোনও উত্তর মেলেনি।

Advertisement

‘এনডিটিভি’-র প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের থেকে ক্রিকেটীয় এবং প্রশাসনিক সাহায্য চেয়েছে বাংলাদেশ। আইসিসি-তে যাতে বাংলাদেশের দাবি আদায়ে লড়াই করে পাকিস্তান, সেটাও চাওয়া হয়েছে। এক সূত্র বলেছেন, “বাংলাদেশ সরকার পাকিস্তান বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে পাকিস্তান যাতে বাংলাদেশের পাশে দাঁড়ায় সেই অনুরোধ করা হয়েছে। আপাতত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান না কি এ কথাও বলেছে, যদি বাংলাদেশের সমস্যা না মেটানো হয় তা হলে তারা নিজেরাই বিশ্বকাপ থেকে নাম তুলে নিতে পারে।”

বাংলাদেশের ইচ্ছা থেকে পরিষ্কার, পাকিস্তানের সঙ্গে জোট মিলিয়ে আইসিসি-কে চাপে ফেলতে চাইছে তারা। কূটনৈতিক সমস্যার কারণে পাকিস্তান নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। বাংলাদেশও চাইছে শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ খেলতে। উল্লেখ্য, ২০২৪-এর অগস্টে বাংলাদেশে রাজনৈতিক অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক অনেক সহজ হয়েছে। দু’দেশের ক্রিকেটীয় সম্পর্কেও উন্নতি হয়েছে।

Advertisement

উল্লেখ্য, এক সপ্তাহ আগে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি পাকিস্তানের মাটিতে খেলার প্রস্তাব দেন পিসিবি প্রধান মহসিন নকভি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিয়ো নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিসিবি কর্তাদের বার্তা দেন নকভি। বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যেতে না চাইলে পাকিস্তানে আসতে পারে। বাংলাদেশ দলের জন্য মাঠ প্রস্তুত রাখা হবে। প্রয়োজনীয় সব সুযোগ সুবিধাও পাবে বাংলাদেশ দল। যদিও পিসিবি এ ব্যাপারে সরকারি ভাবে কিছু জানায়নি।

আইসিসি-র একাংশের প্রশ্ন, যেখানে পাকিস্তান নিজেরাই খেলতে যাবে শ্রীলঙ্কা, সেখানে বাংলাদেশের ম্যাচ কী করে পাকিস্তানে হবে? বিশেষ করে তারা যখন আয়োজকই নয়!

এ দিকে, আয়ারল্যান্ডের সঙ্গে তাদের গ্রুপ বদলে দেওয়ার জন্য আইসিসি-কে অনুরোধ করেছিল বিসিবি। সেটাও খারিজ হয়ে গিয়েছে। ‘ক্রিকবাজ়’ একটি রিপোর্টে এ কথা জানিয়েছে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের এক আধিকারিক তাদের বলেছেন, “আইসিসি আমাদের নিশ্চিত করেছে যে, বিশ্বকাপের সূচিতে কোনও বদল হবে না। আমরা গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয়ে অবশ্য আইসিসি এখনও কিছু বলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement