Vaibhav Suryavanshi

ভারতের ছোটদের দলে আইপিএল কাঁপানো বৈভব, ইংল্যান্ড সফরে অধিনায়ক ধোনির দলের ক্রিকেটার

ভারতের শুধু সিনিয়র বা ‘এ’ দলই নয়, ইংল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলও। সেই দল ঘোষণা করে দেওয়া হল বৃহস্পতিবার। সুযোগ পেয়েছে বৈভব সূর্যবংশী। অধিনায়ক কে হলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৩:৪৪
Share:

বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।

ভারতের শুধু সিনিয়র বা ‘এ’ দলই নয়, ইংল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলও। সেই দল ঘোষণা করে দেওয়া হল বৃহস্পতিবার। সুযোগ পেয়েছে বৈভব সূর্যবংশী। অধিনায়ক করা হয়েছে আয়ুষ মাত্রেকে, যিনি খেলেন মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে।

Advertisement

তিনটি ফরম্যাটেই খেলবে অনূর্ধ্ব -১৯ দল। একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, পাঁচটি যুব এক দিনের ম্যাচ এবং দু’টি ‘মাল্টি ডে’ ম্যাচ খেলা হবে।

১৬ জনের দলে সুযোগ পেয়েছে বৈভব। আইপিএলে তাঁর ব্যাটিং ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে। আরও এক বার দেশের হয়ে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ এসে গিয়েছে। আইপিএলে রাজস্থানের হয়ে ২৫২ রান করেছে বৈভব। স্ট্রাইক রেট ২০৬.৫৬।

Advertisement

গত মাসেই বৈভব ১৪ পূর্ণ করেছে। গত বছর মহা নিলামে তাঁকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান। সঞ্জু স্যামসনের চোট বৈভবের সামনে প্রথম একাদশের দরজা খুলে দেয়। সেই সুযোগ ভাল ভাবেই কাজে লাগিয়েছে বৈভব। গুজরাতের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছে। চেন্নাইয়ের বিরুদ্ধে অর্ধশতরান করেছে।

চেন্নাইয়ের মাত্রেও কারও থেকে কম যান না। তিনিও বদলি খেলোয়াড় হিসাবে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন। রুতুরাজ গায়কোয়াড়ের বদলি হিসাবে নেওয়া হয়েছিল মাত্রেকে। ২০৬ রান করেছেন তিনি। তার মধ্যে আরসিবি-র বিরুদ্ধে ৪৮ বলে ৯৪ রান রয়েছে।

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল: আয়ুষ মাত্রে (অধিনায়ক), অভিজ্ঞান কুন্ডু (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মলহোত্রা, মৌল্যরাজসিংহ চাবদা, হরবংশ সিংহ, আর এস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, হেনিল পটেল, যুধাজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ এনান, আদিত্য রানা এবং অনমোলজিৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement