Mumbai Indians

আইপিএলে ‘অফ সাইড ফিল্ডার্স’ নিয়ম ভেঙে শাস্তি পেল মুম্বই, কী এই নিয়ম?

বুধবার দিল্লিকে হারিয়ে আইপিএলের প্লে-অফে উঠে গিয়েছে মুম্বই। তবে বোলিং করার সময় একটি নিয়ম ভেঙে শাস্তি পেয়েছে তারা। ‘অফ সাইড ফিল্ডার্স’ নিয়ম ভাঙায় আম্পায়ার ‘নো বল’ ডেকেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১২:২৫
Share:

মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য়। ছবি: পিটিআই।

বুধবার দিল্লিকে হারিয়ে আইপিএলের প্লে-অফে উঠে গিয়েছে মুম্বই। কিন্তু বল করার সময় একটি নিয়ম ভেঙে শাস্তি পেয়েছে তারা। ‘অফ সাইড ফিল্ডার্স’ নিয়ম ভাঙায় আম্পায়ার ‘নো বল’ ডেকেছিলেন।

Advertisement

মুম্বইয়ের ১৮১ রান তাড়া করতে নেমে পঞ্চম ওভারে অভিষেক পোড়েলকে হারায় দিল্লি। ফেরান উইল জ্যাকস। পরের ডেলিভারিতেই ‘নো বল’ ডাকেন আম্পায়ার। জ্যাকসের পা ক্রিজ়‌ের বাইরে বেরোয়নি। কোমরের বেশি উচ্চতায় বল করেননি। তা হলে ‘নো বল’ কেন?

কিছু ক্ষণ পরেই এর উত্তর পাওয়া যায়। জানা গিয়েছে, ‘অফ সাইড ফিল্ডার্স’ নিয়ম ভেঙেছে মুম্বই। আইপিএলের ২৮.৪.১ ধারা অনুযায়ী, ডেলিভারির সময় অন সাইডে কোনও ভাবেই পাঁচ জনের বেশি ফিল্ডার রাখা যাবে না।

Advertisement

ফলে বল করার মুহূর্তে অফ সাইডে অন্তত চার জন ফিল্ডার থাকতেই হবে। সেই নিয়ম মানেনি মুম্বই। সে কারণেই আম্পায়ার ‘নো বল’ ডাকেন। সেই সময় মুম্বইয়ের মাত্র তিন জন ফিল্ডার অফ সাইডে ছিলেন। প্রত্যেকেই ৩০ গজ বৃত্তের মধ্যে ছিলেন।

বুধবারের ম্যাচে মুম্বইয়ে বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে ম্যাচ নির্বিঘ্নেই হয়েছে। মুম্বইকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সূর্যকুমার যাদব। তিনি ৪৩ বলে অপরাজিত ৭৩ রান করেছেন। সাতটি চার এবং চারটি ছয় মেরেছেন। অসুস্থতার কারণে দিল্লির হয়ে খেলতে পারেননি অক্ষর পটেল। তাঁর অভাব বোঝা গিয়েছে ম্যাচে।

স্পিনারেরাই ম্যাচে মুখ্য ভূমিকা নিয়েছেন। মুম্বইয়ের মিচেল স্যান্টনার এবং জ্যাকস গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement