ট্রফি নিয়ে আমিরশাহি ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: সমাজমাধ্যম।
পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নতুন লজ্জা বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরশাহির কাছে টি-টোয়েন্টি সিরিজ়ে হেরে গেল তারা। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ১৬৩ রান তাড়া করে জিতেছে আমিরশাহি। প্রথম বার আইসিসি-র কোনও সদস্য দেশ সিরিজ় জিতল এক টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২৭ রানে হেরেছিল আমিরশাহি। দ্বিতীয় ম্যাচে ২০০-র উপর রান তাড়া করে জিতেছে। শেষ ম্যাচেও নিখুঁত পারফরম্যান্স উপহার দিয়েছে তারা। আন্তর্জাতিক ক্রিকেটে বড় দলকে টেক্কা দেওয়ার ক্ষমতা যে তাদের রয়েছে সেটা বুঝিয়ে দিয়েছে।
বুধবার আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ১৮ বলে ৪০ রান করে বাংলাদেশের শুরুটা খুবই ভাল করেছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু টপ এবং মিডল অর্ডারের ব্যর্থতায় ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং।
এক সময় ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে ভাল মতো চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই মুহূর্তে দলের হাল ধরেন জাকের আলি। ৩৪ বলে ৪১ রান করেন তিনি। শেষ দিকে ভাল খেলেন হাসান মাহমুদ (১৫ বলে ২৬) এবং শোরিফুল ইসলামও (৭ বলে ১৬)। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ তোলে বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে আমিরশাহি শুরুতেই হারায় মহম্মদ ওয়াসিমকে। তবে মহম্মদ জোহাইব এবং আলিশান শারাফু হাল ধরেন। জোহাইব আউট হলেও একাই দলকে টানেন শারাফু। তিনি অপরাজিত থাকেন ৬৮ রানে। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন আসিফ খান। পাঁচটি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। ওই ইনিংসই জিতিয়ে দেয় আমিরশাহিকে।