CSK in IPL 2025

যোগ্য দল হিসাবেই সবার শেষে! ধোনিদের তুলোধনা করলেন চেন্নাইয়ের কোচ, ছাড় পেলেন দু’জন

মঙ্গলবার আইপিএলে রাজস্থানের কাছে হেরে গিয়েছে চেন্নাই। ম্যাচের পর হতাশ কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, যোগ্য দল হিসাবেই দশম স্থানে শেষ করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন, পরের মরসুমে শক্তিশালী হয়ে ফিরে আসবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৭:১৮
Share:

চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

মঙ্গলবার আইপিএলে রাজস্থানের কাছে হেরে গিয়েছে চেন্নাই। ম্যাচের পর হতাশ কোচ স্টিফেন ফ্লেমিং গোটা দলকেই তুলোধনা করেছেন। খোঁচা দিয়ে বলেছেন, যোগ্য দল হিসাবেই দশম স্থানে শেষ করেছেন তাঁরা! কোচের ক্ষোভ থেকে ছাড় পেয়েছেন শুধু দু’জন ক্রিকেটার।

Advertisement

আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই। পাঁচ বার ট্রফি জিতেছে তারা। এ বার পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করা প্রায় পাকা। চেন্নাইয়ের এই পারফরম্যান্সে হতাশ, ক্ষুব্ধ ফ্লেমিং বলেছেন, “যে ভাবে মরসুমটা গিয়েছে তাতে আমরা একেবারেই খুশি নই। আমরাও ভাল খেলতে চেয়েছিলাম। শেষ দুটো ম্যাচে জিততে চেয়েছিলাম। আপাতত শেষ ম্যাচে ভাল খেলাই লক্ষ্য। আমরা হয়তো যোগ্য দল হিসাবেই সবার শেষে। এতটাই খারাপ ক্রিকেট খেলেছি আমরা। লুকনোর কোনও জায়গা নেই।”

অনেক অপ্রাপ্তির মাঝেও চেন্নাইয়ের কোচ খুশি দু’জনকে নিয়ে। তাঁরা হলেন অংশুল কম্বোজ এবং মাথিশা পাথিরানা। অংশুলকে নিয়ে ফ্লেমিং বলেছেন, “ওর সবচেয়ে বড় শক্তি হল লেংথ। বল যথেষ্ট নড়াচড়া করে। আজ পাটা উইকেটে সেটা দেখতে পেয়েছেন সকলে।”

Advertisement

পাথিরানাকে নিয়ে ফ্লেমিংয়ের মন্তব্য, “ওর থেকে অনেক প্রত্যাশা রয়েছে বলেই ধরে রাখা হয়েছিল। ফর্মে ছিল না। আস্তে আস্তে সেটা ফিরে পাচ্ছে। আগের চেয়ে উন্নতি করেছে।”

ফ্লেমিং স্বীকার করেছেন, টপ অর্ডারের ব্যর্থতাই এ বার ডুবিয়েছে তাদের। তবে ভবিষ্যতে ফিরে আসার রাস্তাও জানেন। ফ্লেমিংয়ের কথায়, “এই মুহূর্তে টপ অর্ডার ভাল জায়গায় নেই। বার বার সেটা বদলানোর চেষ্টা করছি। তবে পরের বছরের জন্য কিছু শক্তিশালী ভাবনাচিন্তা মাথায় আছে। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় এ বছর সেটা দেখানো যায়নি।”

ফ্লেমিং যোগ করেছেন, “ইনিংসের শুরুটা কেমন হচ্ছে তার উপর অনেকের ব্যাটিং পজিশন নির্ভর করে। সকলে সেটার সঙ্গে মানিয়ে নেয়। এ বার সেটা পারিনি। কোনও মতে জোড়াতালি দিয়ে খেলানোর চেষ্টা করেছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement