Virat Kohli

কোহলির থেকে পেয়েছেন বিশেষ উপহার, শ্রীলঙ্কার আম্পায়ারকে কী দিয়েছেন বিরাট?

টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। কোহলির এ ভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা। তবে কোহলির থেকে যে উপহার পেয়েছিলেন তিনি, তা সারাজীবন সঙ্গে করে রেখে দেবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৫:৪৭
Share:

কোহলির (ডান দিকে) সঙ্গে নিজস্বী ধর্মসেনার। ছবি: সমাজমাধ্যম।

ইংল্যান্ড সিরিজ়ের আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। বাকি সমর্থকদের মতো কোহলির এ ভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা। কোহলির থেকে যে উপহার পেয়েছিলেন তিনি, তা সারা জীবন সঙ্গে রেখে দেবেন।

Advertisement

সমাজমাধ্যমে একটি পোস্ট করে কোহলির টেস্টজীবনকে কুর্নিশ করেছেন ধর্মসেনা। লিখেছেন, “মাঠের মধ্যে ভয়ঙ্কর লড়াই-ই হোক বা ক্রিজ়‌ে তোমার সমীহ, তোমার ম্যাচে আম্পায়ারিং করতে সব সময় ভাল লেগেছে। টেস্ট ক্রিকেটের প্রতি তোমার দায়বদ্ধতা তুলনাহীন। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে সরে যাওয়ার মুহূর্তে তোমায় অনেক শুভেচ্ছা জানাই। তোমার সই করা টেস্ট জার্সি আমার সংগ্রহের অন্যতম সেরা স্মারক হিসাবে থেকে যাবে। ক্রিকেটের সত্যিকারের কিংবদন্তির কথা বার বার মনে পড়বে।”

নিজের পোস্ট করা ভিডিয়োয় কিছু কথাও বলেছেন ধর্মসেনা। তাঁর কথায়, “বিরাট কোহলির মতো একজন সেরা ক্রিকেটার টেস্ট থেকে অবসর নিয়েছে। ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেটের জন্য একটা দুঃখের দিন। বিরাটের কয়েকটা ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছি। আমার দেখা অন্যতম সেরা ব্যাটার। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা থাকল।”

Advertisement

গত ১২ মে অবসর নেওয়ার কথা ঘোষণা করে কোহলি লিখেছিলেন, ‘‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে এতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব।’’ তিনি আরও লিখেছিলেন, ‘‘সাদা পোশাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।’’

কোহলি জানিয়েছিলেন অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তিনি লিখেছিলেন, ‘‘ক্রিকেটের এই ফরম্যাট থেকে সরে যাওয়া সহজ নয়। তবু সিদ্ধান্তটা ঠিক মনে হচ্ছে। আমার সব কিছু এই ফরম্যাটের জন্য দিয়েছি। যা আশা করেছিলাম, তার থেকে অনেক বেশি ফিরে পেয়েছি।’’ শেষে লিখেছেন, ‘‘কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি। যাদের সঙ্গে মাঠ ভাগ করে নিয়েছি এবং এই যাত্রাপথে যাদের সাহায্য পেয়েছি, সকলের কাছে আমি কৃতজ্ঞ। সব সময় হাসিমুখে নিজের টেস্টজীবনের দিকে ফিরে দেখব। ২৬৯ নম্বর টুপির যাত্রা শেষ হল।’’ লেখার শেষে কোহলি দিয়েছিলেন ভালবাসার ইমোজি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement