হার্দিক পাণ্ড্য (বাঁ দিকে) ও শুভমন গিল। ছবি: এক্স।
সকলের নজর ছিল শুভমন গিল ও হার্দিক পাণ্ড্যের দিকে। চোট সারিয়ে তাঁরা ভারতীয় দলে ফিরতে পারবেন কি না, সেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত দেখা গেল, হার্দিক দলে ফিরেছেন। শুভমনকে রাখা হয়েছে। তবে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। জায়গা পেলেন না রিঙ্কু সিংহ। রায়পুরে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় এক দিনের ম্যাচের দিনেই টি-টোয়েন্টি সিরিজ়ের দল ঘোষণা করে দিল ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ জনের দল নির্বাচন করেছেন অজিত আগরকর, গৌতম গম্ভীরেরা।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। সহ-অধিনায়ক হিসাবে নাম রয়েছে শুভমনের। তবে সেখানে লেখা, ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের ছাড়পত্র প্রয়োজন। অর্থাৎ, বোর্ডের চিকিৎসকেরা অনুমতি দিলে তবেই খেলতে পারবেন শুভমন। দলে সঞ্জু স্যামসনও রয়েছেন। যদি শুভমন খেলতে না পারেন তা হলে অভিষেক শর্মার সঙ্গে তাঁকে ওপেন করতে দেখা যাবে।
এশিয়া কাপে ভারতের যে দল খেলেছিল, তাতে বদল বলতে রিঙ্কু সিংহ। এশিয়া কাপে মাত্র একটি ম্যাচই খেলেছিলেন তিনি। সেটাও ফাইনাল। আগরকর জানিয়েছিলেন, অতিরিক্ত ব্যাটার হিসাবে রিঙ্কুকে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে সিদ্ধান্ত বদলেছেন নির্বাচকেরা। রিঙ্কুকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচকদের সিদ্ধান্ত থেকে ইঙ্গিত, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও রিঙ্কুর খেলার সম্ভাবনা কম।
এশিয়া কাপের ফাইনালের আগে চোট পেয়েছিলেন হার্দিক। সুস্থ হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলা শুরু করেছেন তিনি। ফলে তাঁর জাতীয় দলে খেলা নিয়ে সংশয় নেই। হার্দিক ফেরাতেই হয়তো বাদ পড়েছেন রিঙ্কু। বেশি অলরাউন্ডারের দিকে ঝুঁকেছেন গম্ভীর, আগরকরেরা।
সূর্যকুমার যাদব, শুভমন গিল (চিকিৎসকদের ছাড়পত্র প্রয়োজন), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।