Women Asia Cup

মেয়েদের এশিয়া কাপের দল ঘোষণা বোর্ডের, সুযোগ পেলেন বাংলার রিচা, রিজ়ার্ভে সাইকা

মেয়েদের এশিয়া কাপের দল ঘোষণা করে দিল ভারতীয় বোর্ড। শনিবার ১৫ জন সদস্যের নাম ঘোষিত হয়েছে। নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। বাংলার রিচা ঘোষ ১৫ জনের দলের সুযোগ পেয়েছেন। সাইকা ইশাককে রিজ়ার্ভে রাখা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৪ ২২:০৫
Share:

ভারতীয় দলের নেতা হরমনপ্রীত কৌর। ছবি: পিটিআই।

মেয়েদের এশিয়া কাপের দল ঘোষণা করে দিল ভারতীয় বোর্ড। শনিবার ১৫ জনের দল ঘোষিত হয়েছে। সেই দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। বাংলার রিচা ঘোষ ১৫ জনের দলের সুযোগ পেয়েছেন। বাংলার বোলার সাইকা ইশাককে রিজ়ার্ভ দলে নেওয়া হয়েছে।

Advertisement

এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ খেলছে ভারত। প্রথম ম্যাচে তারা ১২ রানে হেরেছে। দ্বিতীয় ম্যাচ রবিবার। সেই দলকে নেতৃত্ব দিচ্ছেন হরমনপ্রীতই। সহ-অধিনায়ক বেছে নেওয়া হয়েছে স্মৃতি মন্ধানাকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভাল খেলেছিলেন তিনি।

১৫ জনের পাশাপাশি শ্বেতা সেহরাবত, সাইকা ইশাক, তনুকা কানওয়ার এবং মেঘনা সিংহকে রিজ়ার্ভ দলে রয়েছেন। বিশ্বকাপে ভারত গ্রুপ পর্বে খেলবে পাকিস্তান (১৯ জুলাই), সংযুক্ত আরব আমিরশাহি (২১ জুলাই) এবং নেপালের (২৩ জুলাই) বিরুদ্ধে। সব ম্যাচ হবে ডাম্বুলা স্টেডিয়ামে। ভারত গত বারের বিজয়ী। রেকর্ড সাত বার ট্রফি জিতেছে তারা।

Advertisement

ভারতের দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেস, রিচা ঘোষ, উমা ছেত্রী, পূজা বস্ত্রকর, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিংহ ঠাকুর, দয়ালন হেমলতা, আশা শোভনা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল এবং সাজনা সজীবন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement